• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    তানোর আ’লীগকে গতিশীল করতে সক্রিয় প্রদীপ নিক্রিয় স্বপন

      প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ৫:০৯:০৯ প্রিন্ট সংস্করণ

    সারোয়ার হোসেন,তানোর:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রাজশাহীর তানোরে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে গতিশীল,দলীয় কর্মকান্ড জোরদার এবং প্রবীণ-ত্যাগী, নিবেদিতপ্রাণ নেতা ও কর্মীদের সক্রীয় ভাবে চাঙ্গা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সদ্য দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। ফলে প্রদীপ সরকারের এমন উদ্যোগে চরম আতংকিত হয়ে পড়েছে দলের কিছু ছিটকে পড়া বগি নেতারা।

    জানা গেছে, নির্বাচন এলেই আওয়ামী লীগের কিছু ছিটকে পড়া বগি নেতারা ভোট করার প্রত্যাশা নিয়ে প্রচার প্রচারনার নামে নিজের ইচ্ছা মত চালিয়ে যান বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড। যা সম্মেলনের পরে দলের হাইকমান্ডের নির্দেশে তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার তৃনমূল ত্যাগী নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সম্মেলন মতবিনিময় সভা সেমিনার শুরু করায় বেরিয়ে আসতে শুরু করেছে দলের ভিতরে ঘাপ্তি মেরে থাকা বগি আওয়াজ তোলা নেতা গুলোর চেহারা। তারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থী দিয়ে ভোট করে নৌকা ফুটো করার চেষ্টায় মগ্ন হয়ে পড়েছে। সম্প্রতি,উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরপরই আবুল কালাম আজাদ প্রদীপ সরকার জোরালো ভূমিকা নিয়ে মাঠে সংগঠনকে শক্তিশালী করে তুলতে কাজ শুরু করেছেন। বর্তমান মাঠে ঘাটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার সক্রিয় ভূমিকা রেখে ছুটাছুটি করলেও নিক্রিয় হয়ে পড়েছে সভাপতি মাইনুল ইসলাম স্বপন। যেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিনরাত দলের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন সভা সমাবেশে মাইক হাতে পেয়েই বিভিন্ন উসকানি মূলক বক্তব্য দিয়ে আওয়ামী লীগের গুছানো মাঠ নস্ট করছে। যার জন্য আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকদের মধ্যে সভাপতি মাইনুল ইসলাম স্বপনকে নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তৃনমুল পর্যায়ের নেতারা বলছেন,মাইনুল ইসলাম স্বপনের উসকানি মূলক বক্তব্য আওয়ামী লীগের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। অন্যদিকে আওয়ামী লীগের মত শান্তি প্রিয় একটি বৃহত্তর দলের উপজেলা শাখার সভাপতি হয়ে নেতাকর্মীদের হাতে চাকু ছুরি, অস্ত্র সস্ত্র নিয়ে ভোটের মাঠে প্রস্তুত হয়ে নামতে হুকুম দেয়ায় সাধারণ মানুষের মধ্যে উঠেছে নানা গুঞ্জন। বইছে সমালোচনার ঝড়। কেউ বলছে, এমন উসকানি মূলক বক্তব্য আওয়ামী লীগের জন্য অসহনীয় সংকেত ও দলের সুনাম নষ্ট করে জামাত বিএনপির বি-টিম হয়ে কাজ করার সামিল। যে নিজের ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে ভোট করে বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজয় বরণ করে জামানত ফেরত পায়না,সে আবার মাইকে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের চাকু ছুরি,অস্ত্র সস্ত্র নিয়ে মাঠে নামতে নির্দেশ দেন। আওয়ামী লীগ দল কোন সন্ত্রাসী দল না, যে চাকু ছুরি অস্ত্র সস্ত্র নিয়ে ভোটের মাঠে নামবে বলেও একাধিক নেতারা বর্তমান আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের ফোনে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন, তানোর গোদাগাড়ীতে এখনো এমপি ফারুক চৌধূরীর বিকল্প কোনো নেতৃত্ব গড়ে উঠেনি,আর সেই সম্ভবনাও নাই,তাই যতই ষড়যন্ত্র ততই জনপ্রিয় হচ্ছে এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনীতির মাঠ বলে তিনি জানান।

    আরও খবর

    Sponsered content