• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চিত্র বিচিত্র

    সিলেটের পর্যটন অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন পরিকল্পনা নিচ্ছে সরকার, বনমন্ত্রী শাহাব উদ্দিন

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ৩:৩২:২১ প্রিন্ট সংস্করণ

    দূর্গেশ সরকার গোয়াইনঘাট(সিলেট)থেকেঃ

    সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, সিলেটের গোয়াইনঘাটের রাতাগুল সোয়াম্পর ফরেস্ট অবস্থান করে উপভোগ করেন এখানকার শ্যামল প্রকৃতি। বাংলার প্রতিটি গ্রামই যেন এক একটি পর্যটন স্পট। তবে দুর্বল পর্যটন অবকাঠামো উন্নয়ন করতে কাজ করছে সরকার। সিলেটের পর্যটনের যাত্রা অনেক আগে শুরু হলেও নানা প্রতিকূল অবস্থা পেরিয়ে আজকে আশার আলো ছড়াচ্ছে। যার পরিপ্রেক্ষিতে পর্যটনের সঙ্গে যুক্ত সংস্থাসমূহের নৈমিত্তিক কর্মপরিকল্পনা বৃদ্ধি পাচ্ছে। অপার সম্ভবনাময় আমাদের এই বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার একটি আদর্শ পর্যটন নগরী। এটি যা শুধু অর্থনৈতিক চাকাকে সচল করবে না সেই সঙ্গে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। এই সকল স্থানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে পর্যটনের সঙ্গে যুক্ত করা হলে অর্থনৈতিক উন্নয়নে এ শিল্প ব্যাপক ভূমিকা পালন করবে। যে কোন মূল্যে আমাদেরকে টিলা,পাহাড় কাটা বন্ধ করতে হবে। বর্তমান সরকারের আমলে সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। পদ্মা সেতু হয়েছে, গতকাল সেই পদ্মার উপর দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী। তার অবিচল নেতৃত্ব বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত দেশের মর্যাদায় আসীন হচ্ছে। তিনি শুধু বাংলাদেশই নয়,সারা বিশ্বে উন্নয়ন অগ্রযাত্রায় একজন দক্ষ নেতা হিসেবে শেখ হাসিনা একটি রুল মডেল। মন্ত্রী ১১অক্টোবর বুধবার দুপুর ১২টায় সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত দেশের একমাত্র জলারবন রাতারগুলে পর্যটক দর্শনার্থীদের জন্য যানবাহন পার্কিং প্লেস,ভিজিটরশেড ও পাবলিক টয়লেট উদ্বোধন পরবর্তী বনবিভাগ ও রাতারগুল সহ ব্যবস্হাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এক অপেন মিটিংয়ে (খোলামেলা আলোচনা) প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী রাতারগুলে আধুনিক স্থাপত্যশৈলীর একটি রেস্ট হাউজসহ স্হানীয় জনসাধারণের ভাগ্যোন্নয়নে পর্যটন বান্ধব অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। অনুষ্টানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোঃ আল- জুনায়েদ,সিলেটের ডিএফও মোঃ তৌফিকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মোঃ নাজমুল ইসলাম,সহকারি বন সংরক্ষক তারেক রহমান,অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল সুদীপ রায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান,থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল,ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান,সিলেট বন বিভাগ সারী রেঞ্জ অফিসার মোঃ সালা উদ্দিন, সাবেক সারী রেঞ্জ অফিসার মোঃ সাদ উদ্দিন,রাতারগুল সহ ব্যবস্হাপনা কমিটির সভাপতি মাহবুব আলম,৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন,জেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক এম মহি উদ্দিন মহি,ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাষ্টার,সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,উপজেলা যুবলীগ নেতা মাসুক আহমদ,ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের আহমদ, সুহেল আহমদ প্রমুখ। স্হানীয় সমস্যা নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাষ্টার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাটে সরকারি উদ্যোগ বাস্তবায়িত উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান,বনবিভাগের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সিলেটের ডিএফও তৌফিকুল ইসলাম। মন্ত্রী স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে ঘোষণা দেন। পরে বন মন্ত্রী নৌকা যুগে রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে দেখেন। এসময় নৌকার মাঝিদের মুখে বিভিন্ন ধরনের গান শুনেন।

    আরও খবর

    Sponsered content