• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কক্সবাজারের সামগ্রিক পরিবেশ বিপর্যয়ে উদ্বেগ পরিবেশবাদীদের

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ১:২৮:০৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

    কক্সবাজারের নদ নদী ও পরিবেশ বিষয়ক আলোচনা এবং প্রতিনিধি কর্মশালা আজ শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। শহরের কলাতলীর একটি হোটেলে এর আয়োজন করেছে জাতীয় নদী জোট, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন ব্রতীর নির্বাহী পরিচালক ও জাতীয় নদী জোটের আহ্বায়ক শারমিন মুর্শিদ। পেপার নোট উপস্থাপন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর কো-অর্ডিনেটর শরীফ জামিল।

    গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় আলোচনা পর্বে অতিথি বক্তা ছিলেন হবিগঞ্জের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও সিলেটের সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম। উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, কক্সবাজার পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ উপজেলার পরিবেশ পরিস্থিতি তুলে ধরেন।
    কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন উপজেলার পরিবেশ বিপর্যয়ের তথ্যচিত্র উপস্থাপন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গবেষণা কর্মকর্তা মোঃ ইকবাল ফারুক। বিকেল চারটায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এতে সূচনা বক্তব্য দেন শরীফ জামিল।

    আরও খবর

    Sponsered content