• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    জগন্নাথপুর-সিলেট সড়কে চলা-চলকারী বাস যাত্রীদের মরণ ফাঁদ,২২ দিনে বাস খাদে পড়ে নিহত-১,আহত-৬২

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ১১:৫৬:৩০ প্রিন্ট সংস্করণ

    ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ থেকেঃ-

    সিলেট-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে চলা-চলকৃত মিনি বাস  যাত্রীদের জন্য হয়ে উঠেছে মরণ ফাঁদ। প্রতি নিয়ত ঘটে যাচ্ছে একটার পর একটা দুর্ঘটনা।মিনিবাস দুর্ঘটনার কারণে আহত ও নিহত হতে হচ্ছে যাত্রীদের।
    কিন্তু সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে যাত্রীবাহী বাস দূর্ঘনায় যাত্রী-আহত বা নিহত নিয়ে গাড়ির মালিক-চালক বা প্রশাসনের কারোও কোন মাথাব্যথা নেই বল্লেই চলে। যার ফলে অহরহ ঘটছে বাস দূর্ঘনা।দিন-দিন আরও বেপরোয়া  হয়ে উঠছে চালকরা।
    বর্তমান প্রতিযোগিতার বাজারে যেখানে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি যাত্রীদের যাতায়াতে ভালো সেবা প্রদান করে উৎসাহিত করার কথা।কিন্তু তার পরিবর্তে দুর্ঘটনার কবলে ফেলে আহত-নিহত করে মারাত্মক আতংকে আতঙ্কিত করে তুলছে জন-সাধারণকে। ভুক্তভোগী ও এলাকাবাসী জানান,বাস দুর্ঘটনায় কয়েক দিনে নিহত ও আহতের রেস কাটতে না কাটতেই পূনঃরায় ১১ (অক্টোবর) বু্ধবার বিকেলে
    যাত্রীবাহী একটি মিনিবাস সিলেট থেকে জগন্নাথপুর আসার পথে বিশ্বনাথ উপজেলার ময়নাগঞ্জ নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ-সময় বাসে থাকা প্রায়-৩০জন যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী জানান।

    পুলিশ ও জন-সাধারণের প্রাণপণ উদ্ধার অভিযানে আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন,সিলেট থেকে যাত্রী নিয়ে বাসটি জগন্নাথপুরে আসার পথে ময়নাগঞ্জ এলাকায় একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িতে থাকা ৩০জন যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী জানান।

    পুলিশ ও জন-সাধারণের প্রাণপণ উদ্ধার অভিযানে আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন,সিলেট থেকে যাত্রী নিয়ে বাসটি জগন্নাথপুরে আসার পথে ময়নাগঞ্জ এলাকায় একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িতে থাকা ৩০জন যাত্রী আহত হয়েছেন।

    উল্লেখ্যঃ-গত (১৮ সেপ্টেম্বর) সিলেট থেকে যাত্রীবাহী বাস জগন্নাথপুরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩২জন যাত্রী আহত হয়েছেন।অপর দিকে ২(অক্টোবর)সিলেট হতে ছেড়ে আসা জগন্নাথপুর গামী মিনিবাস দুর্ঘনায় সনপাপড়ি বিক্রেতা দোয়ারা বাজার উপজেলার সুগন্ধপুর গ্রামের আরজ আলীর পুত্র মামুন মিয়া(২০) নিহতের ঘটনা ঘটে।
    দীর্ঘদিন যাবৎ অদক্ষ চালক ধারা প্রতিযোগিতা মূলক রাস্তায় খেয়াল-খুশিমতো গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রী বহন করার কারণে জগন্নাথপুর-রশিদপুর-সিলেট আঞ্চলিক সড়কে প্রতিনিয়ত মিনিবাস দুর্ঘটনার মূল কারণ বলে এলাকাবাসী ও ভুক্তভোগী অনেকেই জানান।

    আরও খবর

    Sponsered content