• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ময়মনসিংহে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ০৭ সাতজনের কারাদণ্ড

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ১১:৩৯:৫০ প্রিন্ট সংস্করণ

    গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

    আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) তারিখ বেলা সাড়ে ১১.৩০ টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাব-১৪ এর অধিনায়ক ,একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

    এ সময় দালাল চক্রের ৭ সদস্যকে আটক করে। এরা হলেন ১। মোঃ শামছুল আলম(৪১), পিতা-মোঃ জামাল উদ্দিন, পাতারিয়া, ২। বিজয় দাস হরিজন (৪৫), পিতা-রঘুনাথ হরিজন, সাং-নতুন বাজার হরিজন পাড়া, ৩। মোঃ তুষার আহম্মেদ (২৬), পিতা-আঃ হান্নান, সাং-চরপাড়া, ৪। মোঃ রতন মিয়া (৪৭), পিতা-আঃ রউফ, সাং-চরপাড়া বউ বাজার, ৫। মোঃ আলাল উদ্দিন (৩২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-চর কালিবাড়ী, ৬। মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা-মোঃ শহিদ মিয়া, সাং-গনে শ্যামপুর, ৭। পাভেল (২৩), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-সিঙ্গীমারী, বর্তমান সাং- ময়মনসিংহ পার্সপোট অফিস সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের কে আটক করে।

    আটককৃতদের ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক প্রত্যেককে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাঁধা প্রদান করে আসছিল। দালাল চক্র নির্মূলে র‍্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content