• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ময়মনসিংহ

    প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মায়েদের গুরুত্ব অপরিসীম – জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ৪:১৪:১৪ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন, বিশেষ প্রতিনিধিঃ

    শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মায়েদের গুরুত্ব অপরিসীম বলে জানান ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। একটি মা একটি সন্তানের ভবিষ্যতের কারিগর, সন্তানরা মায়ের দ্বারায় প্রাথমিক শিক্ষা গ্রহণ উদ্বুদ্ধ হয়। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নত করলেও বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট দেখা দিয়েছে তাই প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মা সমাবেশ অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তুলতে ” বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি” এই প্রতিপাদ্য বাস্তবায়নে মুক্তিযুদ্ধের ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে প্রধান শিক্ষকের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই তুলে দেন।
    শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশ করেছে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২অক্টোবর) চর খরিচা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, সহকারী জেলা শিক্ষা অফিসার শহীদুজ্জামান, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। গোবিন্দপুর খরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়েের সহকারী শিক্ষক আষীষ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক নিশাত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিষ তরফদার, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, গোবিন্দপুর খরিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি জান্নাতুল নাছরিন, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মেম্বার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content