• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ১০ বছর পর রাজস্থলী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ১২:২০:২০ প্রিন্ট সংস্করণ

    রাজস্থলী প্রতিনিধিঃ

    রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দীর্ঘ ১০ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজস্থলী সদর বাজার পরিচালনা কমিটির নির্বাচন। সভাপতি ধনরাম, সম্পাদক জয়নুল আবেদীন, কোষাধ্যক্ষ শাহীনুর ইসলাম নির্বাচিত। ১৪ অক্টোবর শনিবার সকাল ১০ টা বিকাল ২টা পর্যন্ত বাজারের ব্যবসায়ীদের গোপন ব্যালেট পেপারের মাধ্যমে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, বিশিষ্ট টিকাদার ধনরাম কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী নিওয়াইমং মারমা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোঃ শাহিনুর ও লিটন বড়ুয়া। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ধনরাম কর্মকার, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন তালুকদার, কোষাধ্যক্ষ নির্বাচিত হন শাহীনুর ইসলাম। সকালে ভোট কেন্দ্রে পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ওসি জাকির হোসেন, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের ভূঁইয়া, প্রিসাইডিং অফিসার শাহ আলম, সহ সহকারী প্রিসাইডিং এজেন্ট আল আমিন, পোলিং এজেন্ট কিশোর ,শরিফ, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উথাইমিন মারমা প্রমুখ।

    বাজারে নারী পুরুষ মিলে সর্বমোট ভোটার সংখ্যা ২৩১ জন ভোটার । তার মধ্যে থেকে ২১৮ টি ভোটার ৯৪% ভোট পড়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয় ধনরাম কর্মকার (৮১) ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক আজগর আলী খাঁন (৭৪) ভোট, নিওয়াইমং মারমা (৬১) ভোট , কোষাধ্যক্ষ নির্বাচিত হন শাহীনুর ইসলাম ১০৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন বড়ুয়া (১০৬) ভোট।নির্বাচনের পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন তালুকদার।

    আরও খবর

    Sponsered content