• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঘূর্নিঝড় মোখা : লোকজনকে সচেতন করলেন ঈদগাঁও ঐক্য পরিবার

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৪:২৫:২১ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

    ঘূর্নিঝড় “মোখা”য় লোকজনকে সচেতন করলো ঈদগাঁও ঐক্য পরিবারের একঝাঁক নেতৃবৃন্দরা।

    ১৩ মে সন্ধ্যার পর পরের দিন রাত পর্যন্ত কক্স বাজারের নব গঠিত ঈদগাঁও উপজেলার সেচ্ছা সেবী ও অরাজনৈতিক সামাজিক প্লাটর্ফম ঐক্য পরিবারের টিম সাধারন লোকজনকে ‘মোখা’র সচেতনতার নানা ভাবে কাজ করেছিলেন।
    গ্রুপ ভিত্তিক এই সংগঠন নিত্যনতুন আপডেড দিয়ে লোকজনকে সচেতন করে তুলেছেন। অন্য সংগঠনের ন্যায় ঈদগাঁও ঐক্য পরিবারের সদস্য রাও মাঠে ছিলেন প্রলয়কারী ঘূর্নিঝড় মোখায়।

    ঐক্য পরিবার এডমিন রেহেনা নোমান কাজল, মহিউদ্দিন মাহী, কার্যকরী সদস্য এম আবদুল্লাহ মিয়াজী ও রোকেয়া জান্নাত জানান, গেল ঘূর্ণি ঝড় মোখায় ঐক্য পরিবারের সদস্যরাও মাঠে কাজ করেছেন সচেতনতায়। সে সাথে গ্রুপেও নানাভাবে নতুন নতুন আপডেড তথ্য দিয়ে সচে তন করেন তুলেন একজন আরেকজনকে।

    এডমিনরা আরো জানান, ঘুর্ণিঝড় ‘মোখা’ এবার
    সকলের সম্মিলিত প্রচেষ্টায় বড়ধরণে ক্ষয়ক্ষতি ছাড়াই কক্সবাজার জেলায় ‘মোখা’ মোকাবিলা করা সম্ভব হয়েছে। আইনশৃংখলা বাহিনী,দলীয় নেতৃবৃন্দ,গনমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানালেন ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

    উল্লেখ্য যে, (সামাজিক প্লাটফর্ম) ঈদগাঁও ঐক্য পরিবার ২০২১ সালের শুরু থেকে ধারাবাহিক ভাবে সমাজসেবা ও সেচ্ছাসেবী কর্মকান্ডে এক ধাপ এগিয়ে রয়েছে।

    আরও খবর

    Sponsered content