• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    তেঁতুলিয়ায় শিল্প মেলার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৩ , ২:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোমিন ইসলাম সরকার, পঞ্চগড় জেলা প্রতিনিধি

    পঞ্চগড়ের তেতু্লিয়ায় উপজেলায় হস্ত কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তেতুলিয়া যুবসংঘ নামে এক সংগঠনের বিরুদ্ধে।

    সেই ভুঁইফোড়’ সংগঠনের নাম তেতুলিয়া যুব সংঘ।যাহার এলাকায় কোন অস্তিত্ব নেই।এর আড়ালে বিশেষ রাজনৈতিক দল জড়িত রয়েছে।বিএনপি থেকে আসা সেচ্ছা সেবক লীগ। এমন তথ্য জানান স্থানীয়রা।

    তেতুলিয়ায় হস্ত কুটির শিল্প মেলার নাম ভাঙিয়ে একটি চক্র দর্শনার্থীদের নানান বিনোদনের পসরা বসিয়ে এ টাকা লুটেপুটে নিচ্ছে মোটা অর্থ একটি কালো বাজারি চক্র।সংঘবদ্ধচক্রটি কতিপয় ২/১ জন সাংবাদিকসহ বিভিন্ন বিশেষ মহলকে ম্যানেজ করে দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইডের মাধ্যমে বিভিন্ন অংকের প্রবেশ মূল্য দিয়ে টিকিট বিক্রির ব্যবস্থা করে মেলার অন্যতম আয়ের খাত তৈরী করেছে।

    অন্যদিকে হস্ত কুটির শিল্প মেলার আড়ালে শিশুদের জন্য নানান খেলনার দোকান, ক্রোকারিজ, কসমেটিক্স, প্রসাধনী, জুতা, কাপড় চোপড়, শার্ট-প্যান্ট, কোটের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মোট অংকের সেলামী দিয়ে মেলায় বসান। ফলে ব্যবসায়িরা তাদের ব্যবসায় লোকসানের শঙ্কায় অবিলম্বে এ মেলা বন্ধের দাবীতে ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করেছে।

    এ মেলা অবিলম্বে বন্ধ করতে অনুরোধ জানান, সচেতন অভিভাবক মহল প্রশাসনের কাছে। ব্যবসায়িরা দ্বারস্থ হচ্ছেন স্থানীয় এমপি, প্রশাসন, জনপ্রতিনিধিসহ ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দের কাছে।

    তাদের দাবি যদি এ মেলায় হস্ত কুটির শিল্পের তৈরীর পণ্য বিক্রি করা হতো তাহলে ব্যবসায়ি মহলের কোন আপত্তি ছিল না।

    কিন্তু এ বাণিজ্য মেলার আড়ালে এ মেলায় মৌসুমী ব্যবসায়িরা নানান ধরনের খেলনা, ক্রোকারিজ, কসমেটিক্স, জুতা, কাপড় চোপড়ের দোকান বসিয়ে স্থায়ী ব্যবসায়িদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মূখীন করেছে। খোঁজ নিয়ে জানা গেছে,সরকারী কলেজ পাড়া হ্যালি মাঠে এ মেলা আয়োজন করেছে তেতুলিয়ায় যুব সংঘ নামে।তেতুলিয়া হিলিপ্যাড মাঠে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিকভাবে

    শুভ উদ্বোধন ঘোষনা করেন, পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম।তেতুলিয়ায় হস্ত কুটি শিল্প পন্য
    মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল থানার ওসি মো: আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগরে সহ-সভাপতি মো: জুলফিকার আলী (জুয়েল), তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ, হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শওকত আলী,আব্দুল রাজ্জাক, আবু তাহের সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।গত এক সপ্তাহধরে পুরোদমে এ মেলা চলছে। মেলার ভেতরে একটি ব্যানার টাঙানো রয়েছে।

    এতে লিখা আছে-হস্ত কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩। শুভ উদ্বোধন, ২৬-০৯-২০২৩ খ্রি.। আয়োজনে নাম সর্বস্ব তেতুলিয়ায় যুব সংঘ। সোমবার ১৪ অক্টোবর বিকেল তিনটায় এ মেলায় প্রবেশ করে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মৌসুমী ব্যবসায়ীরা অনন্ত: অর্ধশতাধিক স্টলে নানা বয়সীদের গেঞ্জি, কাপড়-চোপড়, থ্রি-পিস, শাার্ট, পাঞ্জাবী, বাচ্চাদের কাপড়, জুতা, কসমেটিক্স, বাচ্চাদের নানা খেলনা, প্রসাধনী, স্যুট কোট, ক্রোকারিজসহ নানা প্রকারের খাবারের দোকানসহ সব ধরনের পণ্যের দোকান নিয়ে বসেছেন।

    তবে যে উদ্দেশ্যে মেলার অনুমতি প্রদান করা হয়েছে- পুরো মেলা ঘুরে হস্ত কুটির শিল্পের কোন স্টল বা দোকানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

    অথচ শিশু,তরুনদের আকৃষ্ট করতে বা যে কোন বয়সী দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলা,ঘুর্ণায়মান চড়কীচড়াসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে এ মেলায়। মেলা প্রাঙ্গণে মূল ফটকের পাশেই রয়েছে, মনোরম ফোয়ারা।

    মেলার মধ্যস্থলে আয়োজক সংগঠনের একটি কার্যালয় তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলার ভেতরে টিকিটের হার লিখে সাইবোর্ড টাঙানো রয়েছে।

    যেমন টিকিট কাউন্টারে লিখা রয়েছে-নাগরদোলায় প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা, মেডি ঘোড়া প্রবেশমূল্য ৫০টাকা,নৌকা ভ্রমণ,সুপার চেয়ার,মিনি রেলগাড়ী চড়া প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা।

    এছাড়া মেলায় ওয়াটার বল তৈরী করা হয়েছে। এর প্রবেশ মূল্য নির্ধারণ করে টিকিট কাউন্টার খোলা হয়েছে। স্লিপার ও জাম্পিং প্রবেশ মূল্য জন প্রতি ১০ মিনিট ১০০টাকা ও ওয়াটার বোর্ড প্রবেশ মূল্য ৫ মিনিট ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content