• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান বান্দরবানে অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ৩:২৪:৪০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

    বান্দরবানে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এর সার্বিক সহযোগিতায় এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের আয়োজনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার ১৭ই অক্টোবর বান্দরবান সরকারি কলেজের শেখ রাসেল অডিটোরিয়াম রুমে উপজেলা সহকারী কমিশনার নার্গিস সুলতানা এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোঃ রোবায়েত শামীম চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-পরিচালক মোঃ এরশাদ উদ্দিন, প্রকল্প পরিচালক ড.মোঃ নুরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মদ,বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশ,বীর মুক্তিযোদ্ধা, মৃদুল সরকার,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা তারু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে,মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোঃ রোবায়েত শামীম চৌধুরী বলেন বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এ সময় একে একে পাঁচ বীর মুক্তিযুদ্ধো যুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা ও সম্মুখ যুদ্ধের নানা ঘটনাবলী তুলে ধরে স্মৃতি চারন করেন। এসময় বীর মুক্তিযুদ্ধা মোঃ মনির আহম্মদ নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন আমাদের যুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে। যুদ্ধকালীন সময়ে সম্মুখযুদ্ধে যাওয়ার আগে আমাদের মনোবল বাড়ার একমাত্র মন্ত্র ছিলো আমাদের জাতীয় সংগীত ও জয় বাংলা শ্লোগান। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য মাহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা, যুদ্ধকালীন বীরত্বগাথা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার লক্ষ্যে সারা বাংলাদেশর ৬৪ জেলায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এই উদ্যোগ নিয়েছে।

    আরও খবর

    Sponsered content