• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঝিনুকের ভেতরের মুক্ত নীলিমা আকতার চৌধুরী

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৩ , ১২:৪২:৪০ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজার জেলা প্রতিনিধি মো :হোসেন সুমন

    অভিবক্ত জোয়ারিনাল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শেখ মফিজুর রহমান চৌধুরীর যোগ্য কন্যা যে সমুদ্রের কিনারায় ঝিনুকের ভেতরের মুক্ত সেই হল নীলিমা আকতার চৌধুরী বিভিন্ন বিষয়ের উপরে আকর্ষণীয় পুরষ্কার প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপির কাজ থেকে এবং বিশিষ্ট পদ-পদবী নেএীর যেমন-সভাপতি -বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট

    কক্সবাজার জেলা। প্রাক্তন সিনিয়র সহসভাপতি -যুবমহিলা লীগ কক্সবাজার জেলা। প্রধান নির্বাহী কর্মকর্তা -অগ্রযাএা(জাতীয়ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একটি সমাজ উন্নয়ন মূলক সংস্থা
    কক্সবাজার জেলা, প্রতিষ্ঠিতা- অগ্রযাত্রা মানবিক পল্লী ও পথশিশুদের জন্য শিশুপল্লী (দুরন্ত কৈশর), রামু কক্সবাজার।
    সহসভাপতি-ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ফোরাম,শেখ হাসিনা যুব কেন্দ্র সাভার ঢাকা। স্বত্বাধিকারী -জাতীয় কর্মসংস্থান ও প্রশিক্ষণ একাডেমি (ইরেষ্ট), চট্টগ্রাম, ইরেষ্ট ইন্টান্যাশনাল (বাংলাদেশ মিলিটার একাডেমি ও বাংলাদেশ আর্মি-র নিয়মিতি ভেন্ডার/সরবরাহকারী) ও প্রায় ২০,০০০ দরিদ্র নারীদের জন্য হস্তশিল্প বাজারজাতকারী প্রতিষ্ঠান (কক্সবাজার, চট্টগ্রাম)
    পরিচালক -মিনি মাট চট্টগ্রাম (একজন সফল নারী উদ্যোক্তা)
    এবং রেডিয়্যান্ট কিন্ডার গার্ডেন স্কুল, চট্টগ্রাম। ও সম্মানিত সদস্য বি,জি,এম,ই,এ, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিজ চট্টগ্রাম, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম, কমনওয়েলথ ইয়োথ নেটওয়ার্ক বাংলাদেশ, এস,এম,ই, ফাউন্ডেশন ঢাকা,জাতীয় যুব ফেডারেশন ঢাকা থেকে সনদ প্রাপ্ত, নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম। বিকশিত নারী নেটওয়ার্ক নেত্রী, স্হায়ীত্বশীল গ্রামীন জনগোষ্ঠীর জীবনযাত্রার জন্য প্রচারাভিযান এবং(কৃষক ও কৃষি শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের পরিবেশেবাদী সংগঠন।নারী নির্যাতন প্রতিরোধ জোট নেত্রী এবং আন্তর্জাতিক পারিবারিক ও সামাজিক নারী নির্যাতন প্রতিরোধ ও রেড ক্রিসেন্ট সোসাইটির, গনতান্ত্রিক বাজেট আন্দোলন নেএী। এবং নীলিমা আকতার চৌধুরীর এই মহিষীনারী বিভিন্ন বিষয়ের উপরে জাতীয়, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হয়েছেন,বিগত ১৮বছরে সাফল্য অর্জন করেছেন,যেমন যুব সমাজ আত্মকর্মসংস্হানের আবদানে জন্য ২০০৬সালে জাতীয় যুব পুরস্কার ২০০৫লাভ করেছেন,২০০৬সালে ৮মার্চ এ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে সম্মাননা পুরস্কার ২০০৬লাভ করেছেন এবং সেক্রেটারি এশিনা অঞ্চল কৃর্তক
    কমনওয়েলথ ইয়ুথ সিলভার এ্যাওয়ার্ড-২০০৭ লাভ করেছেন।

    আরও খবর

    Sponsered content