• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ১১:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আবু নওশাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাহ্‌ ফরিদ জাহাঙ্গীর বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকার ভাতা দিয়ে সহায়তা দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা অসহায় দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। গ্রাম হবে শহর এই পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে থাকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান,মো. হাফিজুর রহমান, মো. মফিজ উদ্দিন, এ্যাড. নাসির উদ্দিন, মো. তৈয়বুর রহমান, জহুরুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা এএফএম ওহিদুজ্জামান।

    আরও খবর

    Sponsered content