• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ৫:৩৬:৫০ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন, ময়মনসিংহ

    “মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” এই স্লোগান নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (রবিবার) ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় থেকে জনসচেতনতায় বর্ণাঢ্য র‍্যালিটি জেলা পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মোঃ আনোয়ার হোসেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল ডিআইজি সাজ্জাদুর রহমান বিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ,কে,এম শওকত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সভাপতি এহতেশামুল আলম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। আলোচনা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ প্রমুখ। বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় শত শত তরুণ ও তরুণীরা এবং বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    আরও খবর

    Sponsered content