• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিজ্ঞান

    সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস উদযাপন

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৩:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ

    শেখ নাসির আহমেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ, বিতরণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাঠ দিবস উদযাপন করা হয়েছে।

    ১৮ অক্টোবর বুধবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিচপাড়া গ্রামের হাসানপাড়া ব্লকে কৃষক রুবেল মিয়ার বাড়ীর উঠানে “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম।

    অনুষ্ঠানে ধাপেরহাট ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল্লাহ আল গালিব, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লাবলু প্রমূখ।

    এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক কৃষাণী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ, বিতরণ প্রকল্পের আওতায় ব্রি ধান -৭৫ সম্পর্কে অবহিত করেন। এবং কৃষি বান্ধব কৌশলে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের প্রতি আহ্বান জানান।

    এর আগে মাঠ দিবসে কৃষক সাইফুল ইসলামের ব্রি ধান-৭৫ এর নমুনা শষ্য কর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রতি শতাংশ জমিতে ২১কেজি ৪ গ্রাম ধান পাওয়া যায়। সে অনুযায়ী ব্রি ধান ৭৫ বিঘা প্রতি প্রায় ১৮ মন ধান উৎপাদন হয়েছে।

    আরও খবর

    Sponsered content