• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আগামী ২০ অক্টোবরে এআরএলসিবি’র ৩য় ফ্যামিলি ডে অনুষ্ঠিত হবে

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ২:৫৮:৩০ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের উদ্যোগে আগামী ২০ অক্টোবর-২০২৩ তারিখ রোজ শুক্রবার ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৩য় ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য যে, ফ্যামিলি ডে হ’ল বেতার শ্রোতাদের এক ব্যতিক্রমধর্মী মিলন মেলা। এ মিলন মেলায় বেতার শ্রোতারা তাদের পরিবার ও সন্তানদের নিয়ে আসবেন। এতে করে নতুন প্রজন্ম বেতার সম্পর্কে জানার সুযোগ পায়।

    ইতোপূর্বে ঢাকাস্থ শ্রোতাদের উদ্যোগে বিগত বছরগুলোতে ১ম ও ২য় ফ্যামিলি ডে অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়েছে। শ্রোতাদের পরিবার ও সন্তানদের এ মিলন মেলা সুধী মহলে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। চলতি বছর থেকে অত্যন্ত প্রশংসনীয় ও ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি আয়োজনের উদ্যোগ নিয়েছে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ।

    তবে ইতোমধ্যে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ, প্রবাহ অনলাইন ডট কম ও আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর উক্ত অনুষ্ঠানে সহযোগী হিসেবে কাজ করছে।

    ঢাকাস্থ জাতীয় স্মৃতিসৌধে ২০ অক্টোবরে আয়োজিত ৩য় ফ্যামিলি ডে ২০২৩ এ বাংলাদেশ বেতারের মহাপরিচালক, নাসরুল্লাহ মো. ইরফান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক, ছালাহ উদ্দিন এবং বাংলাদেশ বেতারের পরিচালক, সায়েদ মোস্তফা কামাল ও পরিচালক মো. আব্দুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসোসিয়েশনের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. শাহাদত হোসেন।

    ৩য় ফ্যামিলি ডে ২০২৩ আয়োজন উপলক্ষে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মো. শাহাদত হোসেন বলেন যে, নতুন প্রজন্মকে বেতারের সাথে পরিচিত করাতে এবং বেতার শ্রোতাদের পরিবারের মধ্যে সৌহার্দ বৃদ্ধি করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন বলেন যে, বেতার শ্রোতা ও তাদের পরিবারের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানাতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৩য় ফ্যামিলি ডে ২০২৩ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এ প্রচেষ্টা ইতোমধ্যে অনেকের প্রশংসা কুঁড়িয়েছেন।

    এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয় বলেন যে, এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ গঠন হওয়ার পর এটিই আমাদের প্রথম অনুষ্ঠান। তাই এ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে চাই। এ ছাড়া ভবিষ্যতে এ এসোসিয়েশনের সৌজন্যে প্রতি বছরই ভিন্ন ভিন্ন জায়গায় ফ্যামিলি ডে’র আয়োজন করা হবে।

    উল্লেখ্য যে, ৩য় ফ্যামিলি ডে ২০২৩ এ সারা দেশ থেকে পরিবারসহ প্রায় শতাধিক শ্রোতা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি পাটের সুদৃশ্য ব্যাগ, একটি আকর্ষণীয় ওয়ালেট, ক্যাপ, চাবির রিং, কলম, ডায়েরী/নোটবুক প্রভৃতি উপহার সামগ্রী দেয়া হবে। সকালের নাস্তা, দুপরের লাঞ্চ র‍্যাফেল ড্র ও খেলাধুলার মধ্য দিয়ে সারা দিন রেজিষ্ট্রেশনকৃত শ্রোতা ও শ্রোতা ক্লাব প্রতিনিধিরা বেতার মিলন মেলায় সারাটা দিন উপভোগ করতে পারবেন।

    উক্ত অনুষ্ঠানে রেজিষ্ট্রেশনকৃত বেতার শ্রোতা ও শ্রোতা ক্লাব প্রতিনিধিরা বেতার শ্রোতাদের মিলন মেলায় যথা সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য এসোসিয়েশনের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. শাহাদত হোসেন।

    আরও খবর

    Sponsered content