• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বাকেরগঞ্জ,কলসকাঠি বিএম একাডেমি স্কুলে শেখ রাসেল দিবস পালিত 

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৩:০৩:০৮ প্রিন্ট সংস্করণ

    বাকেরগঞ্জ প্রতিনিধঃ

    বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বাকেরগঞ্জ,কলসকাঠি বিএম একাডেমি স্কুলে শেখ রাসেল দিবস। বাকেরগঞ্জ কলসকাঠি বিএম একাডেমি স্কুলে শেখ রাসেল দিবস পালিত।
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার মধ্যে ছিল বক্তৃতা, রচনা,চিত্রাংকন ইত্যাদি ।

    বুধবার (১৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলসকাঠী বিএম একাডেমির স্বনামধন্য প্রধান শিক্ষক দীপক কুমার পাল, এ সময় আরো উপস্থিত ছিলেন কলস কাটি বিএম একাডেমির শিক্ষকগণ। ও স্কুলের প্রধান শিক্ষক বক্তব্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাজে শেখ রাসেলের জীবন কাহিনী তুলে ধরেন এ সময় আরও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সবাই রাসেলসহ ১৯৭৫-এর ১৫ আগষ্ট-এ সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

    সভায় বক্তারা বলেন, শেখ রাসেল যদি বেঁচে থাকতেন হয়তো এ দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতেন। কিন্তু শত্রুরা বুঝেছিলো বঙ্গবন্ধু এবং তাঁর পুরো পরিবারকে নিশ্চিহ্ন না করলে এই জাতির অগ্রযাত্রা দমানো যাবে না। তাই তারা ছোট্ট শিশু রাসেলকেও ছেড়ে দেয়নি। কিন্তু যতোবার রাসেল-এর জন্মদিন আসে ততোবারই তাঁর নৃশংস মৃত্যু আমাদের নয়ন অশ্রুসিক্ত করে।

    আরও খবর

    Sponsered content