• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    শেরপুরে বিনামূল্যে বীজ-সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

      ইয়াছির আরাফাত, ময়মনসিংহ বিভাগ প্রতিনিধিঃ ৩০ মার্চ ২০২৩ , ২:২৫:২৬ প্রিন্ট সংস্করণ

    শেরপুর সদর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ওই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

    ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকার শুরু থেকেই কৃষকদের ভর্তুকি দিয়ে আসছে। বর্তমান সরকার কৃষকের কষ্ট লাঘব ও কৃষককে লাভবান করতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রফতানি বৃদ্ধি ও বিশাল ভর্তুকিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে। সেই সাথে কৃষকদের এসব প্রণোদনা দিয়ে যাচ্ছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। ওইসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।এদিন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে শেরপুর সদর উপজেলার ২ হাজার ৬শ জন ক্ষুদ্র ও প্রান্তির কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

    এছাড়া পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটের বীজ এবং বিতরণ হয়। এ কর্মসূচির আওতায় ৯৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে তোষা পাট বীজ বিতরণ হয়।

    আরও খবর

    Sponsered content