• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিজ্ঞান

    বগুড়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান উৎসব শুরু

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৮:৩৯:০০ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, স্টাফ রিপোর্টার:

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বগুড়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১০টায় ইউনিক পাবলিক স্কুলের আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তনছের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সামিউল করিম।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা অনেকেই বিজ্ঞানবিমুখ হয়ে গেছে। আমরা যদি এগিয়ে যেতে চাই বা আধুনিক উন্নত সমাজ বিনির্মাণ করতে চাই, তাহলে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। সে আঙ্গিকে আজকে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের অনুভবকে ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, এমন কার্যক্রমের মধ্য দিয়ে আগামী দিনের কর্ণধার শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে। এই আয়োজন বিজ্ঞানমনস্ক জাতি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। স্কুলের শিক্ষক তারেক মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বগুড়া শাখার ডেপুটি ম্যানেজার মো. সুজাউজ্জামান সুজা, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মন্তেজার রহমান আঞ্জু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাফরুহা জোয়াইরা। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মানিক রতন, সহকারি প্রধান শিক্ষক মো. মনোয়ার হোসেন, হাফসা চৌধুরী, সুলতানা সাবরিন, সাইদ হাসান, টি এম আশরাফুল করিম, ইউনুছ আলী, সোমা আক্তার, আমিনুল ইসলাম, মহসিন আলী, কামরুন্নাহার প্রমুখ। এর আগে ফিতা কেটে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তাঁর কনিষ্ঠপুত্র শেখ রাসেলসহ পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক মিজানুর রহমান। শেষে প্রধান অতিথিসহ অন্যান অতিথিবৃন্দ ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট পরিদর্শন করেন। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিজ্ঞান উৎসবের প্রথমদিনে ১৫টি প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এতে প্রদর্শন করা হয় ক্ষুদে বিজ্ঞানীদের নব উদ্ভাবন। এখানে-বিভিন্ন শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা গ্রীন বাংলা এনার্জি প্রজেক্ট, স্মার্ট ভিলেজ প্রজেক্ট, সিসমোগ্রাফি, পানিচক্র, স্যাটালাইট কমিউনিকেশন, পরিবেশ বান্ধব বায়ো প্লাষ্টিক উৎপাদন কেন্দ্র, সোলার পাওয়ার ইরিগেশন সিস্টেমসহ বিভিন্ন প্রজেক্টের বিষয়বস্তু উপস্থাপন করা হয়। এছাড়াও এদিন উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে থাকছে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞান উৎসবে অংশ নেয়া ইউনিক পাবলিক স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র মোস্তাকিম সরকার জানায়, গ্রীন বাংলা এনার্জি প্রজেক্ট আবিস্কার করেছি। এর মাধ্যমে বিদ্যুৎ অপচয় রোধ ও পরিবেশ দুষণ অনেকাংশে কমে আসবে। বাংলাদেশে বর্তমানে পরিবেশ দূষণ বেড়েই চলছে। তাই আমি মনে করি পরিবেশ দূষণ রোধ করতে এটা খুবই উপকারী। তাছাড়া এই প্রজেক্টের মাধ্যমে সৌর বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা যাবে। এই ব্যাটারি দিয়ে ইজিবাইক চালানো সম্ভব। আরেক ক্ষুদে বিজ্ঞানী নাফিসা জামান জানায়, সিসমোগ্রাফি আবিস্কার করেছি। এটি ভূমিকম্প মাপার যন্ত্র। যার মাধ্যমে কি পরিমান ভূমিকস্প হয়েছে সেটি মাপা যাবে।

    আরও খবর

    Sponsered content