• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    দেবীগঞ্জে বাদামের বাম্পার ফলন হয়েছে

      প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৯:০৩:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলর উঁচু ও বালিযুক্ত জমিতে এবার বাদামের ব্যাপক চাষ হয়েছে। সেই সঙ্গে কৃষক এবং কৃষি বিভাগ বাদামের বাম্পার ফলনের আশা করছে। গত বছর এ জেলায় কৃষকরা বাদাম চাষে আর্থিকভাবে লাভবান হয়েছে।
    কৃষক ও কৃষি বিভাগ জানিয়েছে, অন্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ কম। ফলে এ উপজেলায় বাদাম চাষ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে।
    কৃষকরা মূলত তাদের পরিত্যাক্ত জমিতে বাদাম চাষ করে থাকেন। তবে ভালো ফলন ও দাম পাওয়ায় এখন তারা অন্য জমিতেও এর চাষ শুরু করেছেন। এছাড়া বাদামের গাছ জমিতে পচে জমির উর্বরা শক্তি বাড়ায়। এতে অন্যান্য ফসলের উৎপাদন ভাল হয়। এ বিষয়টাও কুষকরা মাথায় এনে বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন।

    কৃষক গন বলেন এবার বাদামের ভালো ফলন হয়েছে, বাদামের দাম ভাল আছে, আশাকরছি আমরা এবার লাভোবান হবো ।

    দেবীগঞ্জ উপজেলার কৃষি অফিসার নাইম র্মোশেদ বলেন এবার এই উপজেলায় ৩৭শ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে বাদামের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা পোষণ করছে।

    আরও খবর

    Sponsered content