• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৩:৫৯:২৩ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    “ আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৩পালিত হয়েছে। ২২অক্টোবর সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র্্যালী বের করা হয় র্্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। বান্দরবান জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

    অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কূলসূম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নয়ন সালাউদ্দিন, বিআরটিএ বান্দরবান সার্কেল এর সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন,বান্দরবান শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃআব্দুল কুদ্দুছ, বান্দরবান পরিবহন মালিক ইউনিয়ন এর নেতা ঝন্টু দাশ প্রমুখ। এছাড়াও বান্দরবান টিটিসি এর ড্রাইভিং বিভাগের প্রশিক্ষক শুক্রসেন চাকমা, প্রশিক্ষক উথায় মারমা, প্রশিক্ষক মোঃ খলিল ও প্রশিক্ষনার্থী সহ বান্দরবানের বিভিন্ন স্থরের জনসাধারণ। আলোচনা সভায় অতিথিরা বলেন, আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। জাতীয় সড়ক দিবস কে যথাযত গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সড়ক দূর্ঘটনা রুধে গাড়ীর মালিক, শ্রমিক চালক পথ চারি সকলের সচেতনতা প্রয়োজন, জনসচেতনতা না বাড়ালে সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাবে, সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক অনেক বেশী, সড়কে দুর্ঘটনা রুধে মালিক পক্ষ কে বাস/ট্রাক চালকদের বেতন বাড়াতে হবে, চালকদের বিশ্রাম করার জন্য সময় নির্ধারণ করতে হবে, অতি মুনাফার আশার বেশী ট্রিপ মারা থেকে বিরত রাখতে হবে। নিরাপদ সড়ক আমাদের সকলের কাম্য। আসুন আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন হতে অনুরোধ করি।

    আরও খবর

    Sponsered content