• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবান জেলা পরিষদ আয়োজনে চাষীদের পাওয়ার টিলার ও গাছের চারা বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৩:০৩:৪৬ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    আলোকিত বান্দরবান গড়ার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা পরিষদের চত্বরে প্রান্তিক চাষীদের গাছের চারাও পাওয়ার টিলার ও নারীদের গরুর বাছুর বিতরণ করা হয়। ১৪জুলাই শুক্রবার সকালে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী প্রদান করেন।

    বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত খোরশেদ আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী মো: কামাল হোসেন, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়ের সৌরভ দাশ শেখর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২নং কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, ১নং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা,৩নং বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, টংকাবতি ইউপি চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ, জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা’সহ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও অনলাইন- প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

    কৃষিজ যন্ত্রপাতি বিতরণকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশেরমত পার্বত্য এলাকায়ও কৃষির উন্নয়ন হচ্ছে। ফলে কৃষকরা আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।

    মন্ত্রী আরো বলেন,পার্বত্য এলাকার এক ইঞ্চি জমি ও অনাবাদী থাকবে না। এসময় মন্ত্রী আগামীতেও কৃষির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে পার্বত্য এলাকায় বিভিন্ন কৃষি ফলন বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে জেলার ১৭টি সমবায় সমিতি ও ২৩০ জন কৃষককে গাছের চারা ৭৪ হাজার ৬৫০টি, ২৫টি বকনা গরু, ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ২৮টি সেচ পাম্প মেশিন, ২১ টি পাওয়ার টিলার, ৭টি ধান মাড়াই মেশিন, ২টি তেল নিষ্কাশন মেশিন, ৩০টি পাওয়ার ফুট স্প্রেমেশিন সহ বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content