• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    হাফেজঘোনা শ্রীশ্রী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উদ্যাপন

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ১:২৮:২০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    বান্দরবান পৌর এলাকায় হাফেজঘোনা শ্রীশ্রী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব- ২০২৩ শুরু হয়েছে। পুজাঁ মন্ডপে ষষ্ঠী পুজার মধ্যে দিয়ে শারদীয়া দুর্গোৎসব শুরুর প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে পুজাঁ মন্ডপে দেবীর মঙ্গল প্রদীপ প্রজ্জল করেন বান্দরবান মোটরস্ ও প্রমি এন্টার প্রাইজ এর স্বত্তাধিকারি শ্রীযুক্ত বাবু অমল কান্তি দাশ।

    সন্ধ্যায় হাফেজঘোনার পূজাঁ মন্ডপে যথাযথ সম্মানে ফুলের তুরা দিয়ে সম্মানিত উদ্বোধক ও অতিথিদের বরণ, মা দেবীর মূখ উম্মোচন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান’সহ আরো নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হাফেজঘোনা শ্রী শ্রী সার্বজনীন দুগোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীলিপ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর কামরুল হাসান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু প্রদীপ বড়ুয়া, সাংবাদিক মুহাম্মাদ আলী, হাফেজঘোনা শ্রী শ্রী সার্বজনীন দুগোর্ৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত চক্রবর্তী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পংকজ সিকদার,টিপু দত্ত,বাবু বাবুল দে, শ্রী কৃঞ্চ দত্ত, লেধু রাম বাহাদুর, মিলন কান্তি দে,রবি সেন সহ হাফেজঘোনা শ্রী শ্রী সার্বজনীন দুগোৎসব উদযাপন পরিষদের অন্যান্য দায়িত্বশীল গন, ভক্তগন উপস্থিত ছিলেন।

    অতিথিরা বক্তব্যে বলেন,শুভ শক্তির প্রতিষ্ঠা ও অসুর শক্তির বিনাশ কল্পে দেবী দূর্গতি নাশিনী মহিষাসুর মদ্দিনি জগৎজননী মা পৃথিবীতে এসেছিলেন। মঙ্গল আরতি আবাহনে আসুন সুজেনেষু মাতাকে বরণ করে নিই। শারদীয়া মাতৃপুজাঁর মহালিনতীর্থে আপনাদের সকলের প্রতি রইল প্রীতিময় সাদর আমন্ত্রণ। সকলের যোগে পূর্ণ হোক, সার্থক হোক আমাদের আয়োজন মধুময় হোক বসুন্ধরা।

    অতিথিরা আরো বলেন, সম্প্রতির বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা বিশেষ করে আমাদের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়, সেনা রিজিয়ন কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন,জেলা পরিষদ,উপজেলা পরিষদ, বান্দরবান পৌরসভা সহ অন্যান্য সংস্থা গুলো আমাদেরকে উৎসব উদ্যাপনে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমারা সনাতন ধর্মালম্বীসহ উদ্যাপন পরিষদের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যাবাদ ও শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content