• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    বগুড়ায় ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের অভিষেক

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৩ , ৬:০১:২০ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বগুড়া জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি একে এম ফরহাদুল কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১০ সালে ফরিদপুরে ৭ জন সদস্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৩ সালে ঢাকায় এর কার্যক্রম শুরু করা হয়। ২০১৯ সালে বঙ্গবন্ধু ট্রাস্ট হতে অনুমোদন পেয়ে সংগঠনটি সারা দেশে কার্যক্রম শুরু করে। এ সংগঠনটি কারো চাঁদায় বা অনুদানে চলেনা। নিজেদের অর্থায়নে পরিচালনা করা হয়। এই সংগঠনের মাধ্যমেই আমরা আমাদের দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানীকে মনে রাখতে চাই। তার কৃতিত্বকে আমরা জনসম্মুখ্যে তুলে ধরতে চাই।
    সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মির্জা নাহিদ হাসান বণ্যা, বীর মুক্তিযোদ্ধা একে এম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্থায়ী সদস্য এস কে সাহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৌরভ কুমার সাহা, সংগঠনের কেন্দ্রীয় নেতা ফরহাদ মোল্লা মিলন, ছাত্র সংগঠনের আহবায়ক ডাঃ নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর কবির, নব গঠিত কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা নেতাকর্মীরা। শেষে নবগঠিত বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ফরহাদুল কবির।

    আরও খবর

    Sponsered content