• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    ভয়াবহ আগুনে পুড়ছে বাবুর হাট

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ২:৩১:৫৩ প্রিন্ট সংস্করণ

    রাজ উদ্দিন , স্টাফ রিপোর্টার নরসিংদী

    দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেকেরচর (বাবুর হাট) বনিক সমিতির গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। কিছুক্ষণের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে বলে জানা। ভিতরে রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছে না। ফলে আগুনের তীব্রতা বেড়েই চলছে।
    স্থানীয়রা  জানান, ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এখন ফায়ার সার্ভিসের আরো ৭টি ইউনিট যুক্ত হয়েছে। এ নিয়ে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট কাজ করছে।

    আরও খবর

    Sponsered content