• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    সরকারী রাজস্ব খাতে দশ মাসে ২ কোটি ৬৬ লক্ষ ৫৯ হাজার টাকা প্রদান করলেন ময়মনসিংহ ট্রাফিক বিভাগ

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ৩:৫৫:২৪ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন:

    যানজটের নগরী ময়মনসিংহের যানজট নিরসনের ব্যাপক প্রশংসনীয় দায়িত্ব পালন করছেন ময়মনসিংহ ট্রাফিক বিভাগ। শুধু যানজট নিরসনের লক্ষ্যেই কাজ করছে না ময়মনসিংহ ট্রাফিক প্রশাসন, পাশাপাশি ট্রাফিক আইন শৃংখলা রক্ষায় বিভিন্ন যানবাহনের মামলা, অবৈধ মটর সাইকেল, হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য আনুষাঙ্গিক বিবিধ সুনির্দিষ্ট খাত থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও রেকর্ড সৃষ্টি করে চলছে। ময়মনসিংহ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহাবুবুর রহমান (জাতিসংঘ পদক প্রাপ্ত) এর নেতৃত্বে এই সাফল্য অর্জন করেছে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ।
    জানা যায়, ময়মনসিংহ জেলা ট্রাফিক অফিস কর্তৃক ২০২৩ সালের ( প্রায় দশ মাসে ) সর্বমোট ২ কোটি ৬৬ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকা সরকারী রাজস্ব খাতে জমা প্রদান করেন। সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু নিষ্পতি ও আদায়কৃত জরিমানার তথ্য- জানুয়ারি /২৩- আদায়কৃত জরিমানা ১৬,২৯,৩০০/- টাকা, ফেব্রুয়ারী /২৩ -১৮,৬০,৮০০/- টাকা, মার্চ /২৩ – ১৩,৯০,১০০ টাকা,
    এপ্রিল /২৩- ৯,৩০,৪০০ টাকা, মে/২৩ – ৩০,০৭,৫০০ টাকা, জুন/২৩ – ৩৪,৫৪,৯০০ টাকা, জুলাই / ২৩ -৩৪,৬৬,৬০০ টাকা, আগষ্ট /২৩ – ৩৪,২৪,৪০০ টাকা, সেপ্টেম্বর /২৩- ৩৪,৮২,৪০০/- টাকা এবং অক্টোবর ১-২৮ তারিখ পর্যন্ত আদায়কৃত জরিমানা -৪০,১৩,০০০ টাকা সহ সর্বমোট প্রায় দশ মাসে ময়মনসিংহ ট্রাফিক প্রশাসন থেকে রাজস্ব খাতে জমাকৃত সর্বমোট অর্থের পরিমান হলো ২,৬৬,৫৯, ৪০০/- টাকা।
    এ বিষয়ে জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহাবুবুর রহমান (জাতিসংঘ পদক প্রাপ্ত) জানান, বিভিন্ন যানবাহনের মামলা যেমন অবৈধ মটর সাইকেল, হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য আনুষাঙ্গিক বিবিধ সুনির্দিষ্ট খাত থেকে। যার মধ্যে রয়েছে জড়িমানা, লাইসেন্স বিহীন গাড়ীচালানো, সড়ক পথে আইন অমান্য, অবৈধ্য গাড়ী পার্কিং ইত্যাদি। নগরীর আইন শৃংখলা রক্ষায় এবং জনগণকে ট্রাফিক আইন মেনে চলতে এবং গাড়ি চালাতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content