• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৩:৪২:৩৫ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

    সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ায়ও বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) শহরের পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। ঝটিকা মিছিল শেষে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এ,বি.এম মোমিনুল হক, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।

    এ সময় বক্তারা মহাসমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা অবরোধের কোনো প্রভাব পড়েনি। দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেলপথ ও নৌ-পথে যান চলাচল ছিল স্বাভাবিক।
    জেলার সড়কগুলোয় অভ্যন্তরীণ বাসসহ ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
    ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যেকোনো প্রকার নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এই যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।

    আরও খবর

    Sponsered content