• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    যাত্রী না থাকায় বাস স্টেশনে ক্রিকেট খেলছেন স্টাফরা’

      প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৩ , ১২:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

    মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:

    বিএনপি ও জামায়াতে ইসলামী দেশব্যাপী তৃতীয় দফায় আবারও ৪৮ ঘন্টা অবরোধ দিয়েছে। অবরোধের কারণে গাবতলী বাস স্টেশন থেকে দূরপাল্লার বাস গুলো ছেড়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস স্টাফদের স্টেশনের সামনে ক্রিকেট খেলতে দেখা গেছে। বাস স্টাফরা বলেন,যাত্রী সংকটে
    বাস না ছাড়ার কারণে আমরা ক্রিকেট খেলে অবসর সময় কাটাচ্ছি। বুধবার (৮ নভেম্বর) গাবতলী বাস স্টেশনে এমন চিত্র দেখা গেছে।

    বাস কাউন্টার মাস্টাররা বলেন, যাত্রী না থাকার কারণে আমরা দূরপাল্লার বাস গুলো ছাড়তে পারছি না। একটি বাস ছাড়তে হলে কমপক্ষে ২০ জন যাত্রী প্রয়োজন। সকাল থেকে এখন পর্যন্ত কিছু যাত্রী আসলেও বাস ছাড়ার মতো আশানুরূপ যাত্রী ছিল না।
    গতকালকে অবরোধ না থাকলেও যাত্রীসংখ্যা তেমন ছিল না। অবরোধকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    তারা আরও বলেন,দেশে পলিটিকাল কোনো সমস্যা হলে সর্বপ্রথম পরিবহনের উপর আক্রমণ করা হয়।গাড়ি ভাঙচুর করা হয়,পুড়িয়ে ফেলা হয়। এগুলো করার কারণে আমাদের অনেক ক্ষতি হয়।

    আরও খবর

    Sponsered content