• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    ছাতকে ধনীরা গরিবের পেটে লাতি

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ১২:৪৭:১৯ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ

    সুনামগঞ্জের ছাতকে দরিদ্রের নলকূপ ধনী ঘরে।
    উপজেলার দ্ররিদ্রের গভীর নলকূপ ধনীদের ঘরে ঘরে স্থাপন করেছে, নতুন আবেদন করতে স্থানীয় এমপি.উপজেলার চেয়ারম্যান,ভাইন্স-চেয়ারম্যান,কাছে যেতে বলে জনস্বাস্থ্য প্রকৌশলী। সুবিধা-বঞ্চিতরা পানির কষ্টে মরেছে। উপজেলাজুড়ে নলকূপ বরাদ্দের নামে চলছে ব্যাপক অনিয়ম হরিলুট। সরকারী কোন নীতিমালা মানা হচ্ছে না। সরকার দণীয় এমপি.উপজেলার চেয়ারম্যান,ভাইন্স-চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যানরা তাদের প্যাড দিয়ে গভীর নলকূপ বরাদ্দ দিচ্ছে বেশির ভাগই সচ্ছল ব্যক্তি, দলীয় নেতাকর্মী, লন্ডন প্রবাসী ও প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজনদের নাম উঠে আসছে ।
    জসস্বাস্থ্য দাপ্তরিক অফিস বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি আখড়ায় পরিণত হয়েছেন। তাঁর সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা ইচ্ছামাফিক টাকার বিনিময়ে সরকারি টিউবওয়েল বরাদ্দ দিচ্ছেন তাদের ঘনিষ্টজন ও এমপি’র অনুসারীদের। এমপির বরাদ্দকৃত তালিকায় দেখা যায় তার আপন ছোট ভাই লন্ডন প্রবাসী নামী-দামী গাড়ি বাড়ির মালিক সহ এমপির গ্রামের ধন্যাঢ্য আত্মীস্বজনরা ব্যাপকহারে টিউবওয়েল বরাদ্দ পেয়েছেন। এ নিয়ে ছাতকে তোলপাড় শুরু হয়েছে। জানা যায়,স্থানীয় এমপি মুহিবুর রহমান ২০২০ সালে ১২ জুন তার আপন ছোট ভাই লন্ডন প্রবাসী মিজানুর রহমান হিরা,চাচাতো ভাই ফারুক,প্রবাসী জহিরুল ইসলাম,সহ ৫৬টি গরীবের নলকুপ কোটিপতিদের নামে সাংসদ সদস্য প্যাড দিয়ে বরাদ্ধের তালিকা করেছে। ২০২১-২২ অর্থ বছরে উত্তর খুরমা ইউপির সেওতরপাড়া গ্রামে সজরুল ইসলাম সুন্দর,আলমপুর গ্রামে নিয়ামত আলী,কালাককা ইউপির নৌকাকান্দি গ্রামের কমর উদ্দিন,নয়ালম্বাহাটি গ্রামের সদরুল আমিনসহ ২শ’৮টি নলকুপ কোটিপতিদের নামে ১৩টি ইউপিতে বরাদ্ধ করা হয়েছে। এসব তালিকা সরকার দলীয় নেতাকমীদের নাম রয়েছেন বলে অনেকেই অভিযোগ করেছে। সরকারের নীতিমালায় বলা হয়েছে অন্তত ১০টি গরীব পরিবারের নিরাপদ পানি সরবরাহের আওতায় আনার লক্ষ্য নিয়ে স্থাপন করতে হবে এই নলকূপগুলো। এ চিত্রের উল্টো দেখা দেখা গেছে ছাতক উজেলায়। দ্ররিদ্রের গভীর নলকূপ ধনীদের ঘরে স্থাপন করা হয়। একাধিক গরীররা জানান,নতুন আবেদন করতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে গেইলে তিনি বলেন এমপি.উপজেলার চেয়ারম্যান,ভাইন্স-চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যানদের কাছে যান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস গভীর নলকূপগুলো দিয়েছেন ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, সরকার দলীয় রাজনৈতিক দলের নেতা কর্মী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকার, ও সচ্ছলদের আবদ্ধ জায়গায় অথবা ঘরে বা উঠানে। সরকারী নীতিমালায় বলা আছে অবহেলিত ও সুবিধাবঞ্চিত এলাকার বসবাসকারী এবং আর্থিক ও সামাজিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীকে নলকূপ স্থাপনে অগ্রাধিকার দিতে হবে। কিন্তুু ছাতক উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশলী ও ঠিকাদারের যৌথ হরিলুটে যেমন ইচ্ছা তেমন করে স্থাপন করছে গভীর নলকূপগুলো। ফলে অধিকাংশ নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। টাকার বিনিময়েও নলকূপ বরাদ্দের অভিযোগ রয়েছে অহরহ। শীত মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রামের সরকারী বরাদ্দকৃত নলকুপে পানি উঠে না বলে অভিযোগ উঠেছে। এসব এলাকায় সুপেয় পানির জন্য হাহাকার চলছে। গ্রীষ্মকালে যে সব এলাকায় পানি ওঠে না। যে সব এলাকায় সুপেয় পানির দীর্ঘদিন ধরে কষ্টে রয়েছেন সে সব এলাকায় নলকূপ বরাদ্দের অগ্রাধিকার দেওয়া হয়নি। জনপ্রতিনিধিদের পছন্দের এবং অর্থের বিনিময়ের ও দলীয় নেতাকর্মীদের সুপারিশে নলকূপ বরাদ্দের কারণে ক্ষুদ্ধবঞ্চিত হত দ্ররিদ্ররা। এতে উপজেলায় অনেক এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির সরবরাহ পেতে সরকার নলকূপ বিতরণ কার্যক্রম পরিচালনা করলেও এর সুফল পাচ্ছে না ছাতক গরীব দুঃখী মেহনতি জনগণ। এ উপজেলায় গভীর নলকূপ নিয়ে চলছে নানা অনিয়ম। স্বজনপ্রীতি আর তালিকায় চূড়ান্ত নাম উত্তোলন নিয়ে চলছে তুঘলকিকান্ড। ফলে বেশির ভাগ গরীব মানুষ সরকারি নলকূপের উপকার ভোগ করতে পারছে না। স্থানীয় জনগণ জানান, সরকারি এসব গভীর নলকূপ ব্যক্তি মালিকানাধীন জায়গায় ও আবদ্ধ ঘরে বসানো হয়।পাশে ঘরে পরিবারকে পানি দেয়া বন্ধ করে দেয়। এব্যাপরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এমপি.উপজেলার চেয়ারম্যান,ভাইন্স-চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যানরা তাদের প্যাড দিয়ে নলকূপ বরাদ্দ তালিকা দিচ্ছে। নতুন আবেদন নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করেন। এব্যাপারে স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content