• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগারে ফেলে যাওয়া মেয়ে নবজাতক, কান্না শুনে উদ্ধার

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৩ , ১০:৫৮:৪৬ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগার থেকে ঠিকানা বিহীন মেয়ে নবজাতক উদ্ধার হয়েছে। শনিবার রাত গত পৌনে ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার এক রোগী শৌচাগারে যান। সেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনে কর্তব্যরত নার্স রেশমাকে জানালে শৌচাগারের (কমোডের) মধ্যে নবজাতকের মাথা ও বাইরে দেহ দেখতে পায।পরে তাকে দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা শেষে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এ এস এম ডা. ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, শনিবার গভীর রাতে শৌচাগার থেকে পাওয়া নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা চলছে। নবজাতকটি সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখার তত্বাবধানে আছে। মহিলা মেডিসিন ওয়ার্ডের স্বেচ্ছাসেবী রেশমা খাতুন জানায় রাত আড়াইটার দিকে এক রোগী শৌচাগারের যান। সেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনে সেখানে যেয়ে তাকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে শৌচাগারে মেয়ে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করে বাচ্চার মাকে পাওয়া যায়নি।এদিকে পুলিশ শিশু মেয়ে বাচ্চাটির পরিচয় শনাক্তে কাজ করছে।

    আরও খবর

    Sponsered content