• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    বগুড়ায় মুজিব মঞ্চ ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৩ , ৯:৩৭:৫০ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, স্টাফ রিপোর্টার:

    বগুড়া জেলা পরিষদের অর্থায়নে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মুজিব মঞ্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, খালেকুজ্জামান রাজা, মাশরাফি হিরো, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সদস্য সামস-উল আলম জয়, কামরুল হুদা উজ্জল, আলমগীর হোসেন স্বপন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকি, জেলা শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, একাত্তরে ধর্মের নামে দেশের মানুষকে হত্যার ইন্ধন দিয়েছিল মৌলবাদী শক্তি। স্বাধীনতার পরও সেই মৌলবাদী শক্তি বিভিন্ন সময়ে ষড়যন্ত্র চালিয়েছে। তারই ধারাবাহিকতায় এখনও মৌলবাদী শক্তি দেশে অস্থিরতা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কিছুতেই তাদের ছাড় দেবে না। তিনি আরও জানান বগুড়ার সাতমাথায় মুজিব মঞ্চ নির্মাণের ফলে শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। আমাদের সকলের দায়িত্ব এটাকে যত্ন এবং রক্ষা করা। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তুবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    আরও খবর

    Sponsered content