• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লংগদুতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৩ , ২:৪৭:০০ প্রিন্ট সংস্করণ

    মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি,)

    রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
    মঙ্গলবার ৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ভাইট্টাপাড়া বাজারে যুবলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সেলিম।

    যুবলীগ নেতা রাকিব হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পণ চাকমা, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম খাঁ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন পাশা প্রমূখ।
    এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহসভাপতি হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ চাঁন মিয়া, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পেশাজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

    সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর খুঁনি জিয়া ও স্বাধীনতা বিরোধীদের নীল নকশার শিকার বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যার মধ্যদিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপচেষ্টা করা হয়। স্বাধীনতা বিরোধীদের এই ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অবরোধ হরতাল ও মানুষ হত্যায় নেমেছে। আগামী দিনের সকল লড়াই সংগ্রামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে এক হয়ে কাজ করার আহবান জনান হয়।

    আরও খবর

    Sponsered content