• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে বালাঘাটা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি মোঃ আবু বশর-সাধারণ সম্পাদক সুমন তংচঙ্গা

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৩ , ১০:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    বান্দরবানে বালাঘাটা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: নির্বাচন সুন্দর ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সূত্রে জানা যায়, এবারে সমিতির নির্বাচনে মোট ভোটার ৮৬জন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোঃ আবুল বশর সওদাগর, কোষাধ্যক্ষ পদে মোঃ কামাল হোসেন, এবং দপ্তর সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম আসিফ নির্বাচিত হয়।

    ১১নভেম্বর শনিবার সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে ৩জন মো: আজম আলী,বক্কর ইসলাম ফাবেল ও মো.নুরুল আলম প্রতিদ্ধন্ধিতা করে, সাধারণ সম্পাদক পদে ২জন মো: আব্দুল্লাহ আল আরমান ও সুমন তংচঙ্গ্যা এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন মো. শাহাদত হোসাইন ও আইয়ুব খাঁন প্রতিদ্ধন্ধিতা করে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রমে ৭৮জন প্রার্থী তাদের পছন্দের প্রার্থীদের গোপন ব্যালট এর মাধ্যমে ভোট প্রদান করে। পরে বিকেল ৪টায় ভোট গ্রহণ কার্যক্রম শেষে ভোট গননা করে প্রধান নির্বাচন কমিশনার আবুল খায়ের আবু নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনের ফলাফল ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ওসি মোঃ আব্দুল জলিল। নির্বাচনের ফলাফল ঘোষনায় সহ-সভাপতি পদে মো.নুরুল আলম, সাধারণ সম্পাদক পদে সুমন তংচঙ্গ্যা এবং যুগ্ন সাধারণ সম্পাদক পদে আইয়ুব খাঁনকে বিজয়ী ঘোষনা করা হয়। বালাঘাটা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্বল তংচঙ্গ্যা জানান, উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠু ও সুন্দরভাবে এবারে বান্দরবানের বালাঘাটা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে, আর ৩বছর মেয়াদী নির্বাচিত এই নতুন কমিটি আগামী দিনে কাঠ ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাবে এই প্রত্যাশা।

    আরও খবর

    Sponsered content