• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৩ , ৫:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটনঃ
    ময়মনসিংহের চায়না মোড় সংলগ্ন স্থানে গত ১১ নভেম্বর (শনিবার) রাতে আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নামে এক যুবককে খুন ও পরিবহন শ্রমিকদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে “প্রতিবাদ চাই ও বিচার চাই” এই দাবি নিয়ে ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১২ নভেম্বর দুপুরে ময়মনসিংহ নগরীর ব্রীজ মোড় চত্বরে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, যুগ্ম-সাধারন সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।প্রতিবাদ সভায় নেতৃবৃন্দদের আশ্বস্ত করে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন,অপরাধী যেই হোক না কেন, আমরা দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবো।এ সময় ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, আমরা পরিবহন শ্রমিকরা সবক্ষেত্রেই বঞ্চিত, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, বিচার না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে সুষ্ঠু বিচার না হলে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। এ সময় শত শত পরিবহন শ্রমিক এবং জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content