• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাজস্থলীতে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোশারফ হোসেন খান 

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ১০:৫৮:১৩ প্রিন্ট সংস্করণ

    মিন্টু কান্তি নাথ রাজস্থলী

    রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় সরকারি সফরে এসে উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান কারবারি, শিক্ষক মন্ডলী,সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও কর্মী সহ সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান। ৩রা আগষ্ট বৃহস্পতিবার সকালে রাজস্থলী উপজেলায় প্রবেশ মুখে রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ফুলেল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হলে উপস্হিত নেতৃবৃন্দের পক্ষ থেকে পৃথক পৃথক ভবে ফুলেল শুভেচ্ছা জানান । আলোচনা সভার পূর্বে শোকের মাসে ১৯৭৫ এর ১৫ই আগস্টের কালো রাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সপরিবারসহ নিহত সকালের আত্মার শান্তি কামনায় ১ মিঃ নিরবতা পালন করেন। পরে জেলা প্রশাসক সকলের সাথে পরিচিত হন এবং রাজস্থলী উপজেলার মানুষের সুখ দুঃখ ও সম্ভাবনার কথা শুনেন এবং জেলা প্রশাসক বলেন, রাজস্থলী বাসীর প্রতি আমি কৃতজ্ঞ। রাজস্থলী বাসী জানেন একজন মানুষকে কি ভাবে সম্মান দেখাতে হয়। তিনি আরো বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জনসাধারণকে সেবা দিতে সকলকে কাজ করার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে অনেক দূরে নিয়ে গেছে। দেশে কোন মানুষ ভুমি হীন থাকবেনা।তারে লক্ষ্যে কাজ করছে সরকার। জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাশে সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, ওসি জাকির হোসেন,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমুখ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, হেডম্যান উথিনসিন মারমা, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, কারবারি মেচিং মারমা, জয়নুল আবেদীন তালুকদার প্রমুখ।

    আরও খবর

    Sponsered content