• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব – ৫ এর অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ১:২৫:১৩ প্রিন্ট সংস্করণ

    ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

    চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর মহল্লার মো. আনোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম ওরফে রুবেল ওরফে রজব (৪০)। তার বর্তমান ঠিকানা জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর কাচারী। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জনতে পারে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন অটোরিকশা চালক এবং অটোরিকশার আড়ালে সে মাদকের কারবার করে। এরপর থেকে তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র‌্যাব। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট থেকে শান্তির মোড় সড়কের চৌধুরীর মোড় এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন ও অটোরিকশাসহ অটোচালক রবিউল ইসলাম ওরফে রুবেল ওরফে রজবকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
    এর আগেও তার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

    আরও খবর

    Sponsered content