• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    রাস্তা দখল করে ফার্নিচারের ব্যবসা,যানজটে নাজেহাল পথচারীরা

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ২:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

    তানোর প্রতিনিধি:

    রাস্তা দখল করে ফার্নিচারের ব্যবসা চলছে রমরমা ভাবে, একারনে প্রতিদিন যানজটে নাকাল হতে হচ্ছে জনসাধারণের। রাজশাহীর সীমান্তবর্তী চৌবাড়িয়া রাস্তায় ঘটে রয়েছে এমন ঘটনা। রাস্তা দখল করে বিভিন্ন ফার্নিচার রাখার কারনে প্রতিদিন যানজটে নাকাল হতে হচ্ছে পথচারীদের। এতে করে ফার্নিচার গুলো সরিয়ে দিলে যানজট থেকে মুক্তি পাবে পথচারীরা। ফলে দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী ও ব্যবসায়ীরা।

    জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী চৌবাড়িয়া হাটে প্রবেশের মুখেই পড়বে হক মেলামাইন বোর্ড ফার্নিচার এন্ড ইলেকট্রিক গ্যাসের চুলার দোকান। দোকানের সামনেই ফার্নিচার রাখা হয়েছে। দুএকটি না বেশ কিছু ফার্নিচার রাখার কারনে ছোট বড় যান চলাচল করতে পারেনা। রাস্তা দখল করে ফার্নিচার রাখার কারনে ।
    পথচারীরা জানান, চৌবাড়িয়ার রাস্তা দিয়ে প্রতিদিন শতশত ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। রাস্তার পূর্ব দিকে ভ্যান অটোরিকশা রাখা হয়। একদিক থেকে ট্রাক কিংবা বাস আসলে অন্যদিকের বাস ট্রাক পার হতে পারে না। কারন একটাই ফার্নিচারের আসবাব রাখার কারনে শুরু হয় যান জট। ফার্নিচার গুলো রাস্তায় না রেখে ভিতরে রাখলে এত পরিমান যানজট হত না। প্রতি শুক্রবার বিশাল গরুর হাট বসে। হাটের দিন নাজেহাল হতে হয় যানজটের কারনে। রাস্তার পাশে ভ্যান অটোরিকশা থাকার কারনে এমনিতেই যানজট হয়। আবার ফার্নিচার রাখার কারনে বেশি পরিমাণ যানজট সৃষ্টি হয়। যাকে বলে মরার উপর ফাড়ার ঘা। সব ফার্নিচার গুলো হাটের দিন দোকানের ভিতরে রাখতে বলা হলেও দোকানী কোন কর্নপাত করেন না। বড় ব্যবসায়ী কেউ কিছু বলতেও পারে না। আবার ফার্নিচারে কিছু লাগলেই মারধর শুরু করে দেন মালিক আজিজুল হক।
    দোকানী আজিজুল হক বলেন, রাস্তার পূর্ব দিকে ভ্যান অটোরিকশা রাখার কারনে যানজট হয়। তারা যতদিন রাস্তায় ভ্যান অটোরিকশা রাখবে ততদিন আমিও ফার্নিচার রাখবো। তাতে যানজট হলেই কি না হলেই কি।সরকারি রাস্তায় আপনি কেন ফার্নিচার রাখবেন জানতে চাইলে তিনি বলেন, আমি জায়গা দিয়েছি বলেই সরকার রাস্তা করতে পেরেছে। আমার জায়গায় আমি ফার্নিচার রাখবো কেউ কিছু করতে এলে তার সাথে হবে হিসেব নিকেশ বলে প্রচুর দাম্ভিকতা দেখান।
    ভাঁরশো ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, বাজারের ব্যবসায়ীরা বিষয় টি অবহিত করেছেন। অল্প সময়ের মধ্যেই রাস্তার দুপাশ থেকে মালমাল সরানোর ব্যবস্থা করা হবে।
    মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: লায়লা আঞ্জুমান বানু বলেন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content