• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অনির্বাণ লাইব্রেরী’র উদ্যোগে ৫০০ কৃষকের কৃষি উপকরণ বিতরণ

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৩ , ৩:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

    রিজভী নাঈম শুভ, পাইকগাছা, খুলনা।

    অনির্বাণ লাইব্রেরী,মাহমুদকাটীর উদ্যোগে; ঢাকা ব্যাংকের অর্থায়নে ও পেট্রোকেম লিঃ এর সহোযোগিতায় দুই উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে সার বীজ ও কীট নাশক বিতরণ করা হয়। সোমবার সকাল ১০ টায় লাইব্রেরী চত্ত্বরে সভাপতি রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোজাম্মেল হক।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোজাম্মেল হক বলেছেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ। বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষিখাতে উন্নয়ন অভূতপূর্ব। আগামী ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। অনির্বান লাইব্রেরীর উদ্যোগে আজকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ নিঃসন্দেহে একটি মহাতী উদ্যোগ। আমি লাইব্রেরীর সমৃদ্ধি কামনা করি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরীর সাঃ সম্পাদক প্রভাত দেবনাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিঃ কমিশনার মোঃ রকিবুল ইসলাম, এগ্রিকালচার ব্যাংকিং ইউনিটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ কাতেবুর রহমান, ডিজিএম মোঃ রফিকুল ইসলাম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, সাবেক প্রধান শিক্ষক গণেশ ভট্টাচার্য, অনির্বাণ লাইব্রেরীর সাবেক সভাপতি সমিরণ দে, সহ সভাপতি অজয় সাধু,পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর এসিসট্যান্ট সেলস ম্যানেজার মোঃ জাকিরুল ইসলাম,কে কে এস পি’র সভাপতি শেখ আব্দুর রশীদ, মোঃ মহাসীন খান, অনির্বাণ ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক রিজভী নাঈম শুভ-সহ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content