• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    পলাশবাড়ীতে ৪টি গরুসহ কয়েক লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১০:২৯:০৩ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ টি গরুসহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

    সোমবার (১৫ মে) আনুমানিক রাত্রি ২ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের কালুগাড়ী গ্রামে অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে।

    বাড়ীর মালিক শাহানুর জানান, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘড়ে মশার কয়েল লাগিয়ে তারা ঘুমিয়ে পরেন।হঠাৎ রাত ২ টায় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে প্রথমে তারা নিজেরাই আগুন নেভানোর ব্যার্থ চেষ্টা করে।কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো বলেন এসময় গোয়াল ঘড়ে থাকা ৪ টি গরু পুড়ে ছাই হয়ে যায়।এতে করে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

    পলাশবাড়ী পৌর সভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর বেগম বলেন, মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে পুড়ে ৪টি গরুসহ কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

    পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মশিউর রহমান জানান, অগ্নি কান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরুপন করে সরকারি সহায়তা প্রদানের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে।

    আরও খবর

    Sponsered content