• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ার রশিদাবাদে চাঁদাবাজি মামলা  করায় প্রবাসীরভবনে হামলা, ভাংচুর 

      প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৩ , ২:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ এলাকায় চাঁদার দাবিতে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাংচুর করেছে দুর্বুত্তরা। এছাড়া লোহার রড, সিমেন্ট ও ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ গত ১২ নভেম্বর  রোববার পটিয়া থানায় অভিযোগ করেছে মাওলানা মোহাম্মদ আশেক।গত ১২ নভেম্বর

    রোরবার সকাল ৮ টায় রশিদাবাদের আজগর আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ আশেকের নির্মাণাধীন ভবনে এ হামলা হয়।

    মোহাম্মদ আশেক জানান, তিনি ও তার ভাইরা মিলে গত মাসের শেষের দিকে ৫তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। ভবনটি নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে মোহাম্মদ নাছিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় আমাদের হুমকি ধমকি দিচ্ছিল। এর পরিপেক্ষিতে গত ৭ নভেম্বর পটিয়ার জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা নং-৬৯১/২৩ দায়ের করি।মোহাম্মদ আশেকের অভিযোগ, চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই আসামি জামাল আহম্মদ,আবদুর ছালাম, মোঃ এমদাদুল্লাহ, মোঃ আবু , মোঃ সেলিম , মো: নয়ন, জসীম, ফজলুল হক, আবছার , জাফর, মোরশেদ, শহীদুল্লাহ ও রেজাউল করিম বাবুল মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রোববার সকাল ৮টায় নির্মাণাধীন ভবনের পিলার, গ্রেড বীম, দেওয়ালের কলাম ভাংচুর করে। এছাড়া লোহার রড,ও সিমেন্ট নিয়ে যায়। পরে আমরা ৯৯৯-এ ফোন দিলে তারা পালিয়ে যায়। পরে আশেক বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভাংচুর মামলা নং ৭০১/২৩ ইং দায়ে করিলে বিজ্ঞ আদালত ১৫ জনকে সমন জারি করেন বলে বাদী আশেক জানান। এছাড়াও আশেকের ভাই হাবিবুর রহমান বলেন, সন্ত্রাসী চক্রটি এলাকায় কেউ বাড়ি-ঘর নির্মাণ এবং জায়গা-জমি কিনলে তাদের চাঁদা দিতে হয়। চাঁদা না পেলে তারা বিভিন্নভাবে হয়রানি করে। এ বিষয় মোহাম্মদ আশেক উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

     

    আরও খবর

    Sponsered content