• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ জন

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৯:৪২:২৫ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

    পার্বত্য জেলা বান্দরবানের পুলিশ সুপার,সৈকত শাহীন সার্বিক দিক নির্দেশনায় লামা থানা অফিসার ইনচার্জ নেতৃত্বে রবিবার (২৬ নভেম্বর) সকালে বিশেষ অভিযানে ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, নারি শিশু ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মাসব্যাপি পৌরশহরসহ উপজেলার সর্বত্র বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

    জানা যায়, বিজ্ঞ আদালতের সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ৫ জন হলেন, দায়রা-২২৫০/২২, সিআর-২২৪/২১ এর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১। মোঃ ইয়াহিয়া (৪০) সিআর-২৮৪/২৩ এর আসামী ২। মোঃ বাবুল মিয়া, সিআর-৫০/২৩ এর আসামী ৩। মোঃ ইরান (৩২), সিআর- ১৮২/২৩ এর আসামী ৪। মোঃ তৈয়ব (২২) এবং লামা থানার মামলা নং-১২(১১)২৩ এর এজাহারনামীয় আসামী ৫। মোঃ বাবুল (৬৫) দেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    অবশেষে লামা থানা পুলিশের টিম আদালতের নির্দেশে দূর্গম পাহাড়ি এলাকা থেকে থানা হেফাজতে নিয়ে আদালতে হাজির করেন। অপরদিকে এলাকার বিভিন্ন পারিবারিক ঝগড়া-বিবাদ ও জমি-জমা সংক্রান্ত বিরোধ আসামীদের। এর মধ্যে ৫নং আসামী হল ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড সুতাবাদী পাড়ায় মোঃ বাবলু নামে এক ব্যক্তি তার নিজের সন্তান’কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। বর্তমান ছেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম একটি হাসপাতালে ICO চিকিৎসা আছেন। ফাইতং পুলিশ ফাঁসি ইনচার্জ এসআই (নিরস্ত্র) মফিজুদ্দিন আহমেদ নেতৃত্বে গ্রামে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে খুন, ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমাদের এই অভিযান অব্যাহত আছে।

    আরও খবর

    Sponsered content