• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন ও সোলার প্যানেল বিতরণ

      এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি: ২২ মার্চ ২০২৩ , ৫:০৪:৪৫ প্রিন্ট সংস্করণ

    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার দূর্গম সদর ইউনিয়নে বিনামূল্যে “সোলার হোম সিস্টেম বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিখিল কুমার চাকমা, চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।২১ মার্চ-২০২৩ মঙ্গলবার সকাল ১১ টায় ছদুরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাটনাতলী ইউনিয়নের বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ৯৫৪ পরিবারের মাঝে সৌর বিদ্যুতের সোলার বিতরণ কার্যক্রম বিতরণ পরবর্তী চেয়ারম্যান বোর্ডের অধীনে নির্মানাধীন মানিকছড়ি উপজেলাধীন বাটনাতলী ইউনিয়নে সেচ ড্রেন নির্মাণ। মানিকছড়ি উপজেলাধীন তিনট্যহরী ইউনিয়নে মানিকছড়ি খালের উপর চেংগুছড়া ব্রীজ নির্মাণ। মানিকছড়ি ডিসি পার্ক উন্নয়ন। ছদুরখীল উচ্চ বিদ্যালয় পরিদর্শন, সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে মধুপুর এলাকায় মাস্টার ড্রেন নির্মাণসহ টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মানিকছড়ি উপজেলার ছদুরখীল হেডম্যান পাড়াকেন্দ্র পরিদর্শন, ইক্ষু চাষ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।

    এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-পরিকল্পনা (উপ-সচিব) মো. জসীম উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য, মো. মাঈন উদ্দীন, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মো. মুজিবুল আলম, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. আব্দুর রহিম ও ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, টেকসই সামাজিক প্রদান প্রকল্পের মানিকছড়ি উপজেলার প্রকল্প ব্যবস্থাপক, মো. ফরিদুল আলম, মাঠ সংগঠক, পাড়াকর্মী, আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content