• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    শ্রীমঙ্গলে “বিশ্ব মানবিক মর্যাদা দিবস” উদযাপন

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ৬:১৮:৪৮ প্রিন্ট সংস্করণ

    স্মরণ সিং,স্টাফ রিপোর্টার,মৌলভীবাজারঃ

    ‘আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা,আমাদের মুক্তি’ মূল প্রতিপাদ্য বিষয় এর লক্ষ্যে ৫’ই ডিসেম্বর “বিশ্ব মানবিক মর্যাদা দিবস” উপলক্ষ্যে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে ও দলিত জনগোষ্ঠীর ৮ দফার দাবীতে সকাল ১১:০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার চৌমূহনী পয়েন্ট বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মৌলভীবাজার জেলা শাখা মানববন্ধন করেন।

    মানববন্ধনে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বাড়াইক বলেন জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষতি আসনে ৮ দফা দাবিতে ৬৪ জেলায় আমরা মানববন্ধন করছি।আমরা দীর্ঘবছর যাবত সামাজিক বৈষম্যমূলক আইন নিয়ে কাজ করেছি, আইন পাস হয়েছে কিন্ত তা বাস্তবায়ন করা হচ্ছে না, তার জন্য আগামী সংসদে পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। দলিত জনগোষ্ঠী জাতীয় বাজেট কর্মসূচীর আওতায় নেই বলে তারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষভাবে পৌরসভা ও মহানগরীতে দলিত জনগোষ্ঠী ও পরিছন্নতা কর্মী বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তাদের নিদির্ষ্ট করে বসার জায়গা থাকে না। দলিত জনগোষ্ঠীর ও পরিছন্নতা কর্মীরা মানবেতরভাবে জীবনযাপন করছে। সরকারের বিভিন্ন বরাদ্দ দেওয়া হচ্ছে কিন্ত বাস্তবায়ন এর কাজ করা হচ্ছে না। শ্রীমঙ্গল পৌরসভা কলেজ রোড অবস্থিত দলিত জনগোষ্ঠী ও পরিছন্নতা কর্মীর বাসযোগ্য বাসস্থান নির্মাণের জন্য জোর দাবী জানান। সরকারি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোটার সুযোগ সৃষ্টি ও চাকুরীক্ষেত্রে চা জনগোষ্ঠী, ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠীর জন্য বিশেষ কোটা ব্যবস্থা রাখা। চা জনগোষ্ঠী ছেলেমেয়েরা পড়ালেখা দিক থেকে এগিয়ে থাকলেও তারা সরকারি চাকুরীক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এছাড়াও ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ করা, উপবৃত্তির ব্যবস্থা প্রদানে উপজেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান।

    লিলি বাড়াইক বলেন নারীদের অগ্রাধিকার অধিকার, আত্মমর্যাদা সঠিকভাবে পায় ও প্রতিষ্ঠিত হউক।
    অনুপমা অলমিক বলেন বাংলাদেশে দলিত জনগোষ্ঠী তাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের জন্য পড়ালেখা ও চাকুরী ক্ষেত্রে কোটা ব্যবস্থা করা,ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ করা,জাতীয় বাজেট” সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়” বরাদ্দের ব্যবস্থা করা।

    শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন এসপার নলেজ আমি যতটুকু জানি কলেজ রোডে অবস্থিত দলিত ও পরিছন্নতা কর্মীর জন্য বাসস্থান জায়গার সয়েল টেস্ট করা হয়েছে। কলোনি পৌরসভার অধীনে অবস্থিত। উপজেলা ইঞ্জিনিয়ারিং ও পৌরসভা কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবেন। আশা করছি শীঘ্র মানসম্মত বাসস্থান নির্মাণের কাজ করা হবে। তিনি আরও বলেন অভিভাবকদের অনুরোধ আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান স্কুলে শিক্ষাবৃত্তির ব্যবস্থা আছে। আর প্রতিটি স্কুলে রিডিং রাইটিং কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়াও ০৪ িট বিদ্যালয়ে সান্ধ্যকালীন ক্লাস চালু করা হয়েছে। প্রতিটি শিশুই আমার সন্তান সমতূল্য করে উপজেলা নিবার্হী অফিসার বলেন সে যে কেউ হোক আমার দরজা সবসময় খোলা।

    শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন কলেজ রোড অবস্থিত দলিত জনগোষ্ঠী ও পরিছন্নতা কর্মীদের কলোনি মৌলভীবাজার এলজিইডি বাস্তবায়নে টেন্ডার এর কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন প্রকল্পের মাধ্যমে বাসস্থান নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন নির্বাচনকালীন তাই বিলম্ব হচ্ছে।

    বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মৌলভীবাজার জেলা শাখা কমিটিকে সর্বাত্মক সহযোগীতা করেন বেসরকারি সংস্থা মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও নাগরিক উদ্যোগ দাতা সংস্থা।
    সঞ্চানলা করেন প্রকল্প সমন্বয়কারী দিয়ানা মাদ্রাজিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে