• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    বগুড়ায় শিক্ষার্থীদের জানাতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন- বগুড়ায় এসপি সুদীপ

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ৭:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ

    রাবেয়া সুলতানা, বগুড়া প্রতিনিধি:

    শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সকালে ৪ দিনব্যাপী মহান মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (অতিঃ ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
    মহান মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে শিক্ষার্থীদের। প্রতিটি শিক্ষার্থী যেভাবে বেড়ে উঠে সঠিক শিক্ষায়, ঠিক সেভাবে প্রতিটি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের, লড়াই সংগ্রামের সঠিক ইতিহাস জানতে হবে। শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানোর জন্য এই আয়োজন। প্রতিটি শিক্ষার্থী জানবে, এই প্রজন্ম জানবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। মুক্তিযুদ্ধের আলোকচিত্রগুলো প্রদর্শনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের বোধ ও শক্তিকে জাগিয়ে তুলতে হবে। যাতে করে তারা আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারেন। বাংলাদেশের সঠিক ইতিহাস জেনে আজকের শিক্ষার্থীরা আগামীতে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে।
    আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ, মোতাহার হোসেন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ইনচার্জ হারুন অর রশীদ, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রাথমিক শাখার ইনচার্জ মঞ্জুরা পারভীন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    এদিন বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

    আরও খবর

    Sponsered content