• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    চুনারুঘাটে ভ্রমণে গিয়ে হামলার শিকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী- আটক ১

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ১২:৩৩:১৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি;

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের পিকনিক স্পট গ্রীনল্যান্ডপার্কে ভ্রমণে গিয়ে হামলার শিকার হয়েছেন বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দু শিক্ষক সহ ১৫ শিক্ষার্থী। আহতরা হলেন : বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল আলেক ও আক্তারুজ্জামান, ওই কলেজের শিক্ষার্থী সেলিমের পুত্র ফাহিম (১৮), একই উপজেলার নোয়াগাও এলাকার আবু বক্করের পুত্র আব্দুল্লাহ সাইদ(১৭), হেকিমের পুত্র আলেক(১৭),সাব্বির আহমেদের পুত্র সাকির (১৭), আব্দুল কালামের পুত্র আ:গফুর(১৯), রফিক মিয়ার কন্যা সাদিয়া (১৮), নানু মিয়ার কন্যা মাহিশা (১৬), ফারুক আহমেদের কন্যা ফাইজা (২৩), মদির আলীর ছেলে রাসেল (২২), মুস্তাক মিয়ার মেয়ে তানহা(১৭), শাহিনুরের কন্যা প্রিতি আক্তার (১২), মাসুক মিয়ার পুত্র মাহফুজ (২০), খালেদ (১৭)। কর্তব্যরত চিকিৎসক ডা: তাছলিমা জানান ১৪ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এর মধ্যে দুজন সেচ্ছায় সিলেটে রেফার্ড নেন। চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, শুনেছি শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে মারধরের এঘটনা ঘটে। তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে এঘটনায় জড়িত সুহাগ নামে ১জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যানদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। শিক্ষা সফরে শিক্ষার্থীদের সঙ্গে থাকা শিক্ষক আব্দুল আলেক ও আক্তারুজ্জামান ,জানান
    বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর দুপুরে বিশ্বনাথ থেকে এইচএ এসসি প্রথম বর্ষের ১০০জন শিক্ষার্থী ও ৫জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়ে ১দিনের শিক্ষা সফরের উদ্দেশ্যে চুনারুঘাট উপজেলার রানিগাও ইউনিয়নের পিকনিক স্পট গ্রীন্ডল্যান্ডে আসেন ।পথিমধ্যে গ্রীন্ডল্যান্ড পার্কের সামনে পর্যটকদের গাড়ি দাড়িয়ে ছাত্র ছাত্রীদের নামাচ্ছিলো এসময় একটি টমটমের সাইট দিতে গিয়ে বাসের ও টমটমে থাকা যাত্রী রিপনের সাথে বাকবিতন্ডা হয়। বিষয়টি কিছুক্ষন পর সমাধানও হয় । এর কিছু পর ওই টমটমের গাড়ি চালক তার দলবল নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের আহত করে। পরে শিক্ষার্থীদের চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

    আরও খবর

    Sponsered content