• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    পাটগ্রাম উপজেলার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৩ , ৫:০৪:৪৩ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সামাদ পাটগ্রাম উপজেলা প্রতিনিধি

    আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, এ বছরের দিনটি বাঙ্গালী জাতির বিজয়ের ৫২ বছরে পদার্পন করছে। এ বিজয় দিবস আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধের চুড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম পাক হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। মা বোনদের ত্যাগ ও শহীদদের আত্মদান এবং বাঙ্গালী জাতির আত্মনিবেনে গৌরবগাঁথা গণবীরত্বে পাকিস্তানি হানাদারদের পরাধীনতার শৃঙ্খল ও অভিশাফ থেকে মুক্তি পায় বাঙ্গালী জাতি। পাকিস্তান রাষ্ট্রের সূচনা থেকেই এ দেশের মানুষদের উপর শুরু করে এক নির্মম অত্যাচার নির্যাতন জুলুম বৈষম্য শোষণ। তাদের এই অত্যাচার এর বিরুদ্ধে বাঙ্গালীরা রাগে ক্ষোভে অগ্নিস্ফুলিঙ্গের মতো গর্জে উঠে, অগ্নিশর্মা হয়ে আন্দোলনের জন্য একত্রিত হতে থাকে। এক পর্যায়ে পাক হানাদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠতে থাকে। বাঙ্গালীদের আন্দোলনের এক পর্যায়ে নেতৃত্বে আসেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ইতিহাসের মহানায়ক বাঙ্গালীক জাতির জনক অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালীর এই আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়ে স্বাধীনতা সংগ্রামে পরিনত করেন। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চুড়ান্ত প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। ২৫ মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী যখন বাঙ্গালীদের হত্যা মা বোনদের ইজ্জত হরণে মেতে উঠে তখন বঙ্গবন্ধু ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। তখন বাঙ্গালী জাতির সোনার দামাল ছেলেরা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর, এ দেশ মুক্ত করার লক্ষে এবং শুরু হয়ে যায় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে ।পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙ্গা স্টেডিয়াম মাঠে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কাউট দল উপস্থিত ছিলেন। সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    আলহাজ্ব মোঃ রুহুল আমিন বাবুল চেয়ারম্যান উপজেলা পরিষদ পাটগ্রাম ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা।
    আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ অফিসার ইনচার্জ পাটগ্রাম থানা । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম নির্বাহী কর্মকর্তা পাটগ্রাম।
    ও পাটগ্রাম উপজেলা শাখা প্রমূখ।

    আরও খবর

    Sponsered content