• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    মাধবপুরের ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এ্যান্ড কলেজে বিজয় দিবস পালিত

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ৪:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ

    হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুরে ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এ্যান্ড কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে সূর্যোদয়লগ্নে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহিদ মিনারে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের পুষ্পস্তবক প্রদানের পর বেলা ১২টায় হলরুমে আলোচনা সভা ও রচনা, কবিতা,
    চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং নরেশ চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফারুক মিয়া।

    এর পূর্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, এক মিনিট নিরবতা পালন এবং কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, বাঙালির হাজার বছরের জীবন কাঁপানো ইতিহাস মহান স্বাধীনতা। বাংলাদেশের অভ্যুদয় বিশ্ব ইতিহাসে গৌরব দীপ্ত অধ্যায়। একাত্তরে সংঘটিত মুক্তিযুদ্ধ বাঙালির আত্মত্যাগ, প্রাণ বিসর্জন, মা-বোনের সম্ভ্রম হারানোর মর্মন্তুদ বেদনায় ভরপুর। দীর্ঘ নয় মাস বাঙালি স্বদেশে, রণাঙ্গনে ও প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণ করে জীবনযুদ্ধে অবতীর্ণ হয়। বহুজনের বিবিধ বিসর্জন শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় পতাকা ওড়ে, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।

    এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, মহামুক্তির আনন্দ ঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করে সজীবতা এনে দেয়। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি চোখে আনন্দ অশ্রু আর ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নের অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়।

    অনুষ্ঠানের শেষ অংশে মহান বিজয় দিবস উপলক্ষে রচনা, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এছাড়াও সহকারি শিক্ষক মোছাঃ রেশমী বেগম দেশাত্মবোধক গান ও সহকারি শিক্ষক নরেশ চন্দ্র সরকার গান পরিবেশন করে পুরস্কার তুলে নেন হাতে।

    এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবীর, সহকারি শিক্ষক মোঃ বাবুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফয়েজ উদ্দিন, অবনী মোহন বিশ্বাস, মোঃ ইউনুস আলী, মোছাঃ মনোয়ারা বেগম, অন্নপূর্না, মোছাঃ রেশমী বেগম, মোছাঃ তাহমিনা বেগম, মোছাঃ রোজিনা বেগম, নরেশ চন্দ্র সরকার, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফারুক মিয়া, মোঃ আক্কাস আলী সহ শিক্ষার্থীরা।

    আরও খবর

    Sponsered content