• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    সড়কের ব্রিজের রেলিং এর উপর উঠে পরলো বাস অল্পের জন্য প্রাণে বেচেঁ গালো অধর্যশত যাত্রী

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ১:১৯:৫১ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান , (বগুড়া) প্রতিনিধি:

    ঢাকা থেকে নওগাঁ উদ্দ্যেশে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলস বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি একটি খালের ব্রিজের ধাক্কা খেয়ে ব্রিজের রেলিং এর উপর উঠে ঝুলে যায়। এতে অল্পের জন্য বাসটি খাদে না পড়ে রেলিংএর উপরে উঠে আটকা পড়ে। এত অল্পের জন্য প্রানে বেচেঁ যায় বাসের অর্ধ্যশত যাত্রী। ঘটনাটি ঘটেছে নওগাঁ বগুড়া মহা সড়কের সন্তাহার বশিপুর ঈদগা মাঠের সামনে। জানাযায়, বুধবার রাত ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁর উদ্দ্যেশে ছেড়ে আসা নওগাঁগামী নওগাঁ ট্রাভেলস নামে ঢাকা মেট্রো –ব-১১-১৮৯৪ নম্বর বাসটির চালক নিয়ন্ত্র হারিয়ে উলে-খিত স্থানের খালের ব্রীজের উপর উঠে পড়ে বিপদজনক অবস্থায় আটকে য়ায়। এসময় চালক ও হেলপাারে পালিয়ে গেলে যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। ফলে অল্পের জন্য প্রাণে রক্ষাপান অর্ধ্যশত যাত্রী।

    আরও খবর

    Sponsered content