• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঈদগাঁওতে জেলা প্রশাসক ভয়ভীতির উর্ধ্বে উঠে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৩ , ৩:৪৩:১৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

    কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, ভোটাধিকার জনগণের সাংবিধানিক অধিকার। ভোট গ্রহণ কর্মকর্তাদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে জাতির প্রত্যাশা পূরণে দায়িত্ব পালন করতে হবে। তিনি আজ জুমাবাব দুপুরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ আলী।
    ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (আইন) বিপ্লব দেবনাথ, জেলা নির্বাচন কর্মকর্তা ও কক্সবাজারের ৪টি আসনের সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সুফিয়ান, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা।

    জেলা প্রশাসক আরো বলেন, জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণ এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কারা রাষ্ট্র পরিচালনা করবে তা নির্ধারণ করে।
    তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, নির্বাচনে যারা অনিয়মে জড়িত হবে তারা অবশ্যই শাস্তির আওতায় আসবেন।
    আমরা কোন অনিয়মের কথা শুনতে চাই না। প্রার্থীদের সাথে কোনরূপ সম্পর্ক রাখা যাবে না। লোভ- লালসা ও মোহের ঊর্ধ্বে থাকতে হবে।

    পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো আমাদের পবিত্র দায়িত্ব।

    চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলেন, এমনভাবে দায়িত্ব পালন করবেন যেন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।
    অন্য নির্বাচনের সাথে এ নির্বাচনকে মেলাবেন না। নির্বাচন কমিশন কাকেও রেহাই দেবেন না।

    এর আগে সকাল থেকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে ঈদগাঁও উপজেলার আওতাধীন ৩৭টি কেন্দ্রের ২৫০ জন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা অংশ নিচ্ছেন।
    কর্মশালায় নির্বাচন বিষয়ক প্রাথমিক ধারণা, নির্বাচনী কর্মকর্তাদের আচরণবিধি, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়াসহ আনুষাঙ্গিক বিষয় সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে।

    আরও খবর

    Sponsered content