• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    শেখ হাসিনার কারণে বান্দরবানের দৃশ্যপট পাল্টে গেছে, বীর বাহাদুর এমপি

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৩ , ৪:০০:৪৭ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক

    পার্বত্য জেলা বান্দরবানের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে বান্দরবানের দৃশ্যপট পাল্টে গেছে। পার্বত্য শান্তি চুক্তির পর পার্বত্য দুর্গম এলাকা গুলোতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন বান্দরবান ৩০০নং আসনের আওয়ামীলীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি ।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সাথে বান্দরবান প্রান্ত থেকে ভার্চুয়াল জনসভার মাধ্যমে তিনি এসব কথা বলেন।

    এসময় বীর বাহাদুর আরও বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও আন্তরিকতার কারণে বান্দরবান বিশ্ববিদ্যালয়, বান্দরবান নাসিং কলেজ, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন সড়ক, ব্রীজ, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপিত হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে আরো স্কুল ও কলেজ ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। সড়ক যোগাযোগের কারণে পার্বত্য দুর্গম এলাকা গুলো থেকে স্থানীয় কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য খুব সহজে বাজারজাত করতে পারছে।

    আজ তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি পর্যায়ক্রমে নরসিংদী, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর, বান্দরবান, চাদঁপুর, জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচন হবে, আমাদের এমপিও ৭বার নির্বাচিত হবে। বান্দরবানে বাঙ্গালীসহ ১২টা জাতি শান্তিপূর্ন ভাবে সহ অবস্থানে বসবাস করে। এখানে নতুন ভোটারও উপস্থিত আছেন, তাদের একটু সাক্ষাতকার দিবেন। আপনাকে একপলক দেখার জন্য অনেকে অধির আগ্রহে আছে তারা।

    এসময় ক্যশৈহ্লা আরও বলেন, সচ্ছ রাজনীতিবীদ আপনার ভাই, বীর বাহাদুর এখানে উপস্থিত হয়েছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য প্রদানের অনুমতি প্রদান করলে নতুন ভোটার বিজন ত্রিপুরা বলেন, তারুণ্যের ভোট নৌকায় হোক, এসময় এই নতুন ভোটার বান্দরবানে মেডিকেল কলেজ দাবি করেন। তার দাবীর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাস্তাঘাট সব করে দিয়েছি।

    এসময় বান্দরবান প্রান্তে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরীসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

    আরও খবর

    Sponsered content