• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঈদগাঁওতে শীতকালীন সবজি, দামে উত্তাপ

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৪:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    শীতের সবজিতে বাজার জমে না উঠলেও আগাম শীতকালীন সবজি এসেছে ঈদগাঁওতে। তবে সবজির দামই যেন উত্তাপ। কঠিন চাপে ক্রেতা সাধারণ।

    শীতকালে বাজারে সাধারণত লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, বেগুন, মূলা, শাকসবজি, পটল, ঢেড়স, বরবটি, ঝিঙা, পেঁপে, আলু, করলা, কচু,শিম,শসাসহ বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর থাকে।

    এদিকে বাজারের আগুনে হাত পুড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সমূহের। নিরবে নিবৃত্তে সয়ে যাচ্ছে সাধারণ ক্রেতারা। এক হাজার টাকার নোটে চাহিদা অনুযায়ী বাজার করতে না পারায় কঠিন চাপে হিমশিম খাচ্ছেন অনেকে। ব্যাথা বোঝার নেই কেউ।

    বর্তমান সময়ে দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজন যা আয় করে তা দিয়ে চাল,ডাল, মরিচ, পেঁয়াজ,তেল, ও ডিম কিনতে আয়কৃত টাকা শেষ হয়ে যায়।

    আদা,রসুন,হলুদ, পাঁচফৌড়ন মসল্লা চিনি ও মাছ মাংস কেনা অসম্পূর্ণ থেকে যায়। পরিবার পরিজনের মুখে একটু ভাল খাবার ভাগ্যে জুটেনা অসহায় ও হতদরিদ্র পরিবারের। তাদের চোখে মুখে যেন হতাশার কালো ছায়া নেমে এসেছে এমনি অবস্থা।

    দেখা যায়, কেজি প্রতি মূলা ৬০-৭০ টাকা, বেগুন ১শ টাকা, বরবটি ৭০ টাকা, করলা ৭০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা,আলু ৪৫/৫০ টাকা, কচুরলতি ৭০টাকা, কাঁচামরিচ ১৬০/২০০ টাকা,ডিম প্রতিটি ১২/১৪ টাকায় বিক্রি করা হচ্ছে। মিষ্টি কুমড়া,গাজরের দাম কিন্তু চড়া। শাক সবজির দামও নাগালের বাইরে।

    বাজার করতে আসা কয়েকজন জানান, বাজারে নিত্যপণ্যে ঊর্ধ্বগতির যাতাকলে আমরা সাধারণ জনগন প্রতিনিয়ত হিমশিম খাচ্ছি। প্রায়শ বৃদ্ধি পাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কোন পণ্যের দামে নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো যখন ইচ্ছে দাম বাড়িয়ে নিচ্ছে। চলমান সময়ে নিত্যপণ্যের বিষয়ে জরুরী পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করেন তারা।

    রেহেনা নোমান কাজল নামের ক্রেতা জানান, বাজারে জিনিসপত্রের এত দাম, সাধারণ মানুষের কেনার অবস্থা নেই। যে সবজির দাম জিজ্ঞেস করি না কেন, অর্ধশত টাকার নিচে কিছু মেলানো কঠিন হয়ে পড়েছে। বাজারে এলে হতাশ হয়ে ফিরে যেতে হয় মাঝে মাঝে। তিনি আরো বলেন, মাছ-মাংস কেনার অবস্থা নেই। ভর্তা-ভাত, সবজি খেয়ে থাকবে সেটারও অবস্থা নেই নিম্নবিত্ত পরিবার সমুহের। সবকিছুর দ্বিগুণ দাম।

    আবদুল খালেক নামের বিক্রেতা জানান, এবার আগাম শীতের সবজির বাজারে এসেছে। বাজারে সবজির দাম বাড়তি। কারণ হল এখনো শীতকালীন সবজির পুরোপুরি মৌসুম আসেনি। ফলে এগুলোর দাম বেশি। তিনি আরও বলেন, মূলত শীতকাল আসার আগ পর্যন্ত সবজির দাম এমন বাড়তিই থাকে।

    আরও খবর

    Sponsered content